ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আরব সাগরে তেলবাহী ট্যাংকার ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৩, মে ১১, ২০১২
আরব সাগরে তেলবাহী ট্যাংকার ছিনতাই

ঢাকা: গ্রিক মালিকানাধীন একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই হয়েছে আরব সাগর থেকে। সংবাদমাধ্যমকে ছিনতাই হওয়ার খবর নিশ্চিত করেছে জাহাজটির মালিক পক্ষ।



লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ সিরানি ছিনতাই হওয়ার সময় ১ লাখ ৩৫ হজার টন তেল বহন করছিলো। ওমান উপকূলের নিকটবর্তী আরব সাগর থেকে জাহাজটিকে ছিনতাই করা হয়।

কর্তৃপক্ষ জানায়, গ্রিনিচ মান অনুযায়ী বৃহস্পতিবার ১১টা ৫০ মিনিটে তাদের সঙ্গে জাহাজের সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জাহাজটিকে বর্তমানে সোমালিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আরব সাগরে ওমানের উপকূল থেকে ৬৩০ কিলোমিটার  অভ্যন্তরে এই ছিনতাই সংঘটিত হয়। ছিনতাই হওয়ার সময় জাহাজটিতে ১৫ জন ক্রু ছিলেন বলে জানা গেছে। তাদের বেশিরভাগই ভারতীয় ও ফিলিপিনো বলে জানা গেছে।

সোমালিয়ার জলদস্যুদের হাতে এ মুহূর্তে প্রায় ১৭ টি জাহাজ এবং ৩’শ ক্রু জিম্মি আছেন বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশন। অধিকাংশ ক্ষেত্রেই মুক্তিপণ আদায়ের বিনিময়ে অপহৃত জাহাজ ও ক্রুদের ছেড়ে দেয় জলদস্যুরা।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ১১ মে, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।