ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দীর্ঘ ২৭ বছর পর বিদেশি কামান কিনছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৮, মে ১১, ২০১২
দীর্ঘ ২৭ বছর পর বিদেশি কামান কিনছে ভারত

ঢাকা: দীর্ঘদিন পর বাইরে থেকে কামান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ৬৬ কোটি ডলার মূল্যমানের যুক্তরাষ্ট্রের নির্মিত ১৪৫টি হালকা কামান কেনার প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।



১৯৮০’র দশকে বোফরস কেলেঙ্কারির দীর্ঘ ২৭ বছর পর এই প্রথম ভারত কামান কিনতে যাচ্ছে। এ ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রী একে এন্টনির নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি) জানিয়েছে, এম৭৭৭ বিএই সিস্টেমস কামানগুলো যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে ফরেন মিলিটারি স্যালস (এফএমএস) এর মাধ্যমে কেনা হচ্ছে।

১৫৫ মিলিমিটার ৩৯ ক্যালিবারের কামানগুলো ওজনে হালকা হওয়ার কারণে সহজেই বিমানে করে বহন করা যাবে। আর এগুলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলের উঁচু পাহাড়ি এলাকায় এবং চীন সীমান্তের কাছে জম্মু ও কাশ্মীরের লাদাখ এলাকায় মোতায়েন করা হবে।

দু’সপ্তাহ আগেই উত্তর-পূর্ব এলাকায় এসব কামান মোতায়েনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের প্রকল্প অনুমদোন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

কামান কেনার ঘটনাটি এমন সময় ঘটল যখন গত মার্চে সেনা প্রধান জেনারেল ভিকে সিং প্রধানমন্ত্রী মোনমোহন সিংকে চিঠি লিখে সেনাবাহিনীর প্রস্তুতি অসম্পূর্ণ বলে জানান।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ১১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।