ঢাকা : নিউ ইয়র্কভিত্তিক পিআর কোম্পানি ‘সাউথ এশিয়ান ট্রেড ইভেন্ট‘ (এসএটিই) এর নিজস্ব অফিস উদ্বোধন হবে স্থানীয় সময় রোববার সন্ধ্যায়।
নিউ ইয়র্কের ১৩,জ্যাকসন হাইটসের ৮২-১১ অ্যাভিনিউর স্যুট এলএল অফিসটি উদ্বোধন করবেন নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের কন্সাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী।
সাউথ এশিয়ান ট্রেডের প্রেসিডেন্ট এসএম ইকবাল এবং সেক্রেটারি জেনারেল সানগে লামা প্রেস বিঞ্জপ্তিতে সংলিষ্টদের অনুষ্ঠানে অংশ গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময় : ১২১২ ঘণ্টা, মে ১২, ২০১২
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com
।