ঢাকা : উপসাগরীয় মিত্র বাহরাইনের কাছে আবারও অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। তীব্র সমালোচনার মুখে এর আগে বাহরাইনে অস্ত্র সরবরাহ পরিকল্পনা স্থগিত করে যুক্তরাষ্ট্র।
তবে যুক্তরাষ্ট্র আত্মপক্ষ সমর্থন করে বলেছে এসব অস্ত্র বাহরাইনের বহি:শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করবে। বিক্ষোভ কারীদের প্রতিবাদ-মিছিলে এগুলোর ব্যবহার হওয়ার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছে তারা।
সরবরাহকৃত এসব অস্ত্রের মধ্যে রয়েছে উন্নত সংস্করণের এফ-১৬ যুদ্ধবিমান, দ্রুতগামী রণতরী। পাশাপাশি উপকূলীয় নিরাপত্তা বাহিনীর জন্য কয়েকটি জাহাজ থাকছেও বলে ধারণা করা হচ্ছে। তবে এসবের মধ্যে হামভি অল-টেরেইন কিংবা নতুন প্রযুক্তির ওয়্যার গাইডেড মিসাইল থাকছে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
২০১১ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া বাহরাইনের গণতন্ত্রকামীদের বিক্ষোভ দেশটির সরকার কঠোরভাবে দমনের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে তীব্র আন্তর্জাতিক সমালোচনার মুখে বাহরাইন সরকারকে প্রতিশ্রুত অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দেওয়া তথ্য মতে, বাহরাইনের সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত সরকারি বাহিনীর হাতে ৬০ জন প্রতিবাদকারী প্রাণ হারিয়েছেন।
এদিকে অস্ত্র সরবরাহের অনুমতি দিলেও ওয়াশিংটন জানিয়েছে , ওবামা প্রশাসন এখনো বাহরাইনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
মানবাধিকার সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, অস্ত্র সরবরাহের এই উদ্যোগ বাহরাইনের সংস্কারে দেয়া যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির বরখেলাপ।
উল্লেখ্য, উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র রাষ্ট্র বাহরাইন। দেশটিতে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি অবস্থিত।
বাংলাদেশ সময়: ১৪০২ঘন্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর