ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চিকিৎসা শেষে দেশে ফিরলেন শাভেজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৩, মে ১২, ২০১২
চিকিৎসা শেষে দেশে ফিরলেন শাভেজ

ঢাকা : সব গুজব মিথ্যা প্রমাণ করে সুস্থ হয়ে দেশে ফিরলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট  হুগো শাভেজ। কিউবার রাজধানী হাভানায় সফলভাবে রেডিয়ো থেরাপি গ্রহণ শেষে শুক্রবার ভেনিজুয়েলা ফেরেন তিনি।

অসুস্থতার কারণে সাম্প্রতিক সময়ে জনসমক্ষে না আসায় নির্বাচনের আগেই লাতিন আমেরিকার প্রখ্যাত এই সমাজবাদী এই নেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশেষে সব গুজবের অবসান ঘটিয়ে ছয় ধাপের রেডিয়েশন থেরাপি শেষে দেশে ফিরে আসলেন শাভেজ। দেশে ফিরেই শ্যাভেজ জনতার উদ্দেশ্যে ২০ মিনিট বক্তৃতা দেন। তার এ বক্তব্য গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। টেলিভিশনে তাকে অনায়াসে বিমান থেকে নেমে মন্ত্রীদের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে। ২০ মিনিটের বক্তৃতা শেষে তাকে উৎফল্ল মেজাজে গানের সুরে সুর মেলাতেও দেখা যায়।

এ সময় স্বভাবসুলভ তেজোদীপ্ত বক্তৃতায় শ্যাভেজ বলেন, ‘মেডিকেল টিমের পরিকল্পনা অনুসারে আমি সফলভাবেই রেডিয়েশন সাইকেল সম্পন্ন করেছি। এই চিকিৎিসার ফলাফল শেষ পর্যন্ত কার্যকর হবে এবং সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করবেন এমন প্রত্যাশাই করছি। ’

চিকিৎসা গ্রহণকালে শ্যাভেজ বেশ কিছুদিন গণামাধ্যম থেকে দূরে ছিলেন। যা তার স্বভাবের সঙ্গে কিছ্টুা বেমানান ছিলো। কারণ বামপন্থি এই নেতা প্রচারের আলোতেই থাকতে ভালোবাসেন।

তবে তার সহযোগীরা জানায় কিউবার এ সময় তিনি খুব দ্রুত সুস্থতার দিকে এগোচ্ছিলেন। সুস্থতা নিশ্চিত করার জন্যই চিকিৎসকদের পরার্মশে তিনি নীরব ছিলেন বলে জানান তারা।

তিনি খুব দ্রুতই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রচারণা শুরু করবেন বলে জানা গেছে। তার বিরোধীরা গুজব ছড়িয়েছিলো নির্বাচন আসার আগেই শাভেজ মারা যাবেন। তবে শাভেজের বর্তমান উপস্থিতিতে তাদের এই প্রচারণা মাঠে মারা গেলো বলেই মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।