ঢাকা : নিউজিল্যান্ডে সড়ক দুর্ঘটনায় তিন আমেরিকান ছাত্র নিহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় একটি দ্বীপে সংঘটিত এই দুর্ঘটনায় এ সময় আরো বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বোস্টন বিশ্ববিদ্যালয়ের এই ছাত্ররা শিক্ষা কর্মসূচি বিনিময়ের আওতায় নিউজিল্যান্ডে আসে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে নিহতদের বয়স সর্ম্পকে পুলিশ নির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি।
স্থানীয় সময় শনিবার সকালের দিকে সংঘটিত এই দুর্ঘটনায় আহত একুশ বছর বয়সী এক নারীকে মারাত্মক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আহত অপর দুই নারীর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন তারা।
বাংলাদেশ সময়:১৪৫২ ঘণ্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর