ঢাকা: ইন্দোনেশিয়ায় সংঘটিত রুশ সুখোই জেট বিমান দুর্ঘটনায় মৃতদের দেহাবশেষ রাজধানী জাকার্তায় আনা শুরু হয়েছে। মৃতদেহ বহনকারী চারটি কন্টেইনার নিয়ে জাকার্তায় ইতিমধ্যেই উদ্ধাকারী একটি হেলিকপ্টার পৌঁছেছে।
বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি বিমান বন্দর থেকে সুখোই সুপারজেট ১০০ নামের অত্যাধুনিক যাত্রীবাহী রুশ বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নের সময় দুর্ঘটনাগ্রস্ত হয়। উড্ডয়নের মাত্র ৫০ মিনিটের মাথায় বিমান প্রত্যন্ত সালাক পর্বতে বিধ্বস্ত হলে বিমানে অবস্থানরত সবাই মারা যায়।
এদিকে দুর্ঘটনার পর উদ্ধার কাজ ত্বরান্বিত করতে ইন্দোনেশিয়ায় দু’টি ইলিউশন ২-৭৬ টিডি বিমান পাঠিয়েছে রাশিয়া।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি, তবে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, বিমানে কোন কারিগরী সমস্যা ছিলো না। আন্তর্জাতিক সব শর্ত পূরণ করেই বিমানটি উড্ডয়ন করেছিল।
এদিকে দুর্ঘটনার ব্যাপারে রাশিয়ার উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোসিন বলেছেন, ‘বিমানটির এই মারাত্মক দুর্ঘটনার জন্য সংশ্লিষ্ট কোন একজন ব্যক্তির ভুলই দায়ী বলে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন। ’
বাংলাদেশ সময়: ১৫০০ ঘন্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর