ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ন্যাটো শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত নয় ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, মে ১২, ২০১২
ন্যাটো শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত নয় ইসরায়েল

ঢাকা: পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আসন্ন শীর্ষ সম্মেলনে ইসরায়েলকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন জোটের মহাসচিব অ্যান্ডারস ফগ রাসমুসেন। তবে জোটের অপর সদস্য তুরস্কের আপত্তির কারণে ইসরায়েলকে আমন্ত্রণ করা হয়নি– এমন খবর প্রত্যাখ্যান করেছেন তিনি।



ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মে ২০-২১  যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে।

ইসরায়েলকে আমন্ত্রণ না জানানোর ব্যাপারে মহাসচিব রামমুসনে বলেছেন, ইসরায়েল ন্যাটোর মূল সামরিক মিশনে অংশ নেয় না বলেই তাকে আমন্ত্রণ করা হয়নি।

তবে গণমাধ্যমে দাবি করা হচ্ছে, তুরস্কের আপত্তির কারণেই ইসরায়েল এবার সম্মেলন থেকে বাদ পড়েছে। ২০১০ সালে গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি সেনাদের গুলিতে আট জন তুর্কি এবং একজন তুর্কি-আমেরিকান নিহত হওয়ার ঘটনার পর তুরস্কের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে অবনতি ঘটে। এমনকি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে অচলাবস্থার সৃষ্টি হয়।

পূর্বে ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাধারণত সদস্যরা ছাড়া অংশীদার রাষ্ট্রগুলো অংশ নিত না। তবে এবার ওই ধরনের ১৩টি দেশ সম্মেলনে অংশ নেবে কারণ বিশ্ব নিরাপত্তা চ্যালেঞ্জ এখন কোনো ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয় আর কোনো দেশ বা জোট এককভাবে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না বলে উল্লেখ করেছেন রাসমুসেন।

অংশীদারি রাষ্ট্রগুলোর মধ্যে ভূমধ্যসাগরীয় দেশ জর্দান এবং মরক্কো সম্মেলনে যোগ দেবে তবে ইসরায়েল ন্যাটোর আফগানিস্তান ও কসভো অভিযানে অংশ না নেওয়ার কারণে এবার আমন্ত্রিত হচ্ছে না বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব।

মে’র শীর্ষ সম্মেলনে সারা বিশ্বের ৬০টি রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংগঠন অংশ নেবে। অংশীদার রাষ্ট্রগুলোর মধ্যে সুইডেন, সুইজারল্যান্ড, কাতার, জর্জিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এবার শিকাগো সম্মেলনে অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।