ঢাকা : ফেসবুক ব্যবহারকারীরা তাদের কোন গুরুত্বপূর্ণ পোস্ট হাইলাইট করতে চাইলে দুই ডলার করে ফি পরিশোধ করতে হবে- নিউজিল্যান্ডে এক পরীক্ষামূলক কর্মসূচির অংশ হিসেবে এ পদ্ধতি চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
তবে বিষয়টিকে ভালো চোখে দেখছেন না ফেসবুক ব্যবহারকারীরা।
ফেসবুকের মুখপাত্রী মিয়া গার্লিক বলেন, ‘আমরা প্রতিনিয়তই পরীক্ষামূলকভাবে নতুন নতুন ফিচার চালু করছি। এটিও সেরকমই একটি ফিচার। এর মাধ্যমে আমরা দেখতে চাই, ব্যবহারকারীরা তাদের ফেসবুক বন্ধুদের সাথে নিজেদের অনুভূতি ভাগাভাগি করে নেওয়ার ব্যাপারে কতটা আগ্রহী। ’
নতুন এই অপশনটিতে ক্লিক করলে ব্যবহারকারীকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধের জন্য অনুরোধ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর