ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দালাইলামাকে হত্যার ষড়যন্ত্র করছে চীন?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, মে ১২, ২০১২
দালাইলামাকে হত্যার ষড়যন্ত্র করছে চীন?

ঢাকা: তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাইলামা ব্রিটিশ পত্রিকা সানডে টাইমসকে দেওয়া এক একান্ত সাক্ষাতকারে জানিয়েছেন, চীন সরকার তাকে হত্যার ষড়যন্ত্র করছে। তিনি জানান, তিব্বত থেকে তাকে সতর্ক করা হয়েছে, তাকে হত্যার জন্য চীনা গোয়েন্দারা তিব্বতের কিছু নারীকে প্রশিক্ষণ দিচ্ছে।

পুজারির বেশে আশীর্বাদ নিতে এসে এসব নারী দালাইলামাকে বিষ প্রয়োগ করে হত্যার ষড়যন্ত্রের জন্য ব্যবহৃত হবে বলে জানিয়েছে তারা।

তিব্বতের রাজনিতক নেতা এবং বৌদ্ধ ধর্মের একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব দালাইলামা বর্তমানে হিমালয়ের পাদদেশে ধর্মশালায় কড়া নিরাপত্তার মধ্যে বসবাস করছেন। তার সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত আছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

বিশ্বব্যাপী ব্যাপক প্রভাবশালী এ ধর্মীয় নেতা অনেকের শ্রদ্ধাভাজন হলেও তার বড় শত্রু চীন এবং বৌদ্ধদের কিছু উপদল।

দালাইলামার ঘনিষ্ঠ সহচররা অবশ্য চীনের এ হত্যা ষড়যন্ত্রের খবরের ব্যাপারে নিশ্চিত তথ্য দিতে পারেননি। তবে নেতার নিরাপত্তা আরো জোরদার করা উচিৎ বলে মনে করছেন তারা।

চীন এবং ভারতে তিব্বতের প্রবাসী সরকারের মধ্যে সম্পর্ক খুবই খরাপ। পারস্পরিক সন্দেহপ্রবণতা দেশ দু’টির মধ্যে অত্যন্ত প্রবল। এর মধ্যে গত বছর ৩০ জনেরও বেশি বৌদ্ধ সন্ন্যাসী গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে তিব্বতে চীনা শাসনের প্রতিবাদ জানিয়েছেন। এর প্রতিক্রিয়ায় চীন এখন আরো কঠোর অবস্থান নিয়েছে। তারা তিব্বতের ভাষা এবং সংস্কৃতিকে একেবারে কোণঠাসা করে ফেলেছে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।