ঢাকা: পেরুর উত্তরাঞ্চলীয় উপকূলে পাঁচ হাজার পাখি এবং প্র্রায় ৯শ’টি ডলফিন মরে পড়ে রয়েছে। দেশটির সরকার জানিয়েছে, মৃত পাখিগুলোর মধ্যে বেশিরভাগই পেলিকান।
অবশ্য সমুদ্র উপকূলে এভাবে ব্যাপকহারে পাখি ও ডলফিন মারা যেতে শুরু করেছে কয়েক সপ্তাহ আগে থেকে। তবে গত সপ্তাহে বেশুমার পাখি মারা যাওয়া শুরু করেছে বলে জানায় সরকার।
বিজ্ঞানীরা অবশ্য এর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি। তবে বেসরকারি কিছু সংগঠন এর জন্য উপকূলে তেল অনুসন্ধান প্রকল্পকে দায়ী করছে।
পেরুর ডেপুটি পরিবেশ মন্ত্রী গাব্রিয়েল কিহান্দ্রিয়া এ দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, প্রশান্তমহাসাগরের পানির উষ্ণতা বেড়ে যাওয়ার কারণে প্রজাতিভিত্তিক খাদ্য সরবরাহে সমস্যা সৃষ্টি হয়েছে। আর উপকূলে পাখি এবং ডলফিন মারা যাওয়ার পেছনে এটিই সবচে সম্ভাব্য কারণ।
তিনি জানান, উপকূলে পাওয়া ৮৭৭টি ডলফিনের মৃতদেহ পরীক্ষা করা হচ্ছে। এখনো পর্যন্ত এর জন্য ধাতু দূষণ বা ব্যাকটেরিয়ার সংক্রমণ দায়ী বলে প্রমাণ পাওয়া যায়নি।
এদিকে স্বাস্থ্যমন্ত্রণালয় ছুটির দিনে লিমা উপকূল থেকে দূরে থাকার জন্য জনগণকে পরামর্শ দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর