ঢাকা: আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনার জ্যেষ্ঠ মধ্যস্থতাকারী আরসালা রহমানি কাবুলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার আফগান কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, কাবুলের পশ্চিমে একজন অজ্ঞাত পরিচয় বন্দুকধারীর গুলিতে আরসালা নিহত হন। এ সময় তিনি গাড়িতে করে কাজে যাচ্ছিলেন।
আরসালা রহমানি সাবেক তালেবান সরকারের মন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি তালেবান ও সরকারের মধ্যে শান্তি আলোচনায় গঠিত ‘আফগানিস্তান শান্তি পরিষদের’ অন্যতম সদস্য হিসেবে কাজ করছিলেন। বাগরাম এবং অন্যান্য কারাগারে বন্দি তালেবানদের মুক্ত করার ব্যাপারে গঠিক কমিটির দায়িত্বে ছিলেন আরসালা রহমানি।
তাকে প্রেডিসেন্ড হামিদ কারজাইয়ের ঘনিষ্ঠ ব্যক্তি বলে বিবেচনা করা হয়।
প্রসঙ্গত, দুই বছর আগে তালেবানের সঙ্গে শান্তি আলোচনার উদ্যোগ নেন প্রেসিডেন্ট কারজাই। কয়েকশ’ তালেবান সদস্য এবং কমান্ডার এ প্রক্রিয়ার মধ্যে এসেছিলেন তবে সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতাদের অনাগ্রহের কারণে আলোচনা প্রায়শই ব্যর্থ হয়েছে।
এর মধ্যে এ শান্তি আলোচনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে অনেক তালেবান। শান্তি আলোচনায় মধ্যস্থতা করতে গিয়ে এ পর্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকজন তার বলিও হয়েছেন।
গত বছর শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী বুরহানুদ্দিন রাব্বানি তালেবানের বোমা হামলায় নিহত হন। এ ঘটনায় শান্তি প্রক্রিয়া বড় ধরনের হোঁচট খায়।
গত মাসে রাব্বানির ছেলে সালাউদ্দিন রাব্বানিকে শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকরী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ১৩, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর