ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে শিলাবৃষ্টিতে ৪০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, মে ১৩, ২০১২
চীনে শিলাবৃষ্টিতে ৪০ জনের প্রাণহানি

ঢাকা : উত্তর-পশ্চিম চীনের পাহাড়ি এলাকায় মারাত্মক শিলাবৃষ্টি এবং প্রবল র্বষণে ৪০ জনের প্রাণহানি ঘটেছে। গানসু প্রদেশের মিন এলাকায় এখনো নিখোঁজ রয়েছে ১৮ জন।

আহত আরো ৮৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার প্রাদেশিক সরকার তাদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এসব হতাহতের খবর জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেলে মিন কাউন্টিতে শিলাবৃষ্টি এবং প্রবল বর্ষণ শুরু হলে স্থানীয় ২৯ হাজার ৩শ’ অধিবাসীকে এক ঘণ্টার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

এছাড়া শিলাবৃষ্টিতে কাউন্টির ১৮টি প্রশাসনিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার সাড়ে চার লাখ অধিবাসীর দুই তৃতীয়াংশ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, বসতবাড়ি ও খামার বিধ্বস্ত হয়েছে এবং বিদ্যুৎ ও টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।

প্রসঙ্গত, গানসু প্রদেশটি একটি দুর্যোগ প্রবণ এলাকা। এর মিন কাউন্টিতে গত বছরের আগস্টে ভয়াবহ ভূমিধসে দেড় হাজার মানুষের প্রাণহানি ঘটে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মে ১৩, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।