ঢাকা : উত্তর-পশ্চিম চীনের পাহাড়ি এলাকায় মারাত্মক শিলাবৃষ্টি এবং প্রবল র্বষণে ৪০ জনের প্রাণহানি ঘটেছে। গানসু প্রদেশের মিন এলাকায় এখনো নিখোঁজ রয়েছে ১৮ জন।
রোববার প্রাদেশিক সরকার তাদের ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যমে এসব হতাহতের খবর জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, গত বৃহস্পতিবার বিকেলে মিন কাউন্টিতে শিলাবৃষ্টি এবং প্রবল বর্ষণ শুরু হলে স্থানীয় ২৯ হাজার ৩শ’ অধিবাসীকে এক ঘণ্টার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এছাড়া শিলাবৃষ্টিতে কাউন্টির ১৮টি প্রশাসনিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকার সাড়ে চার লাখ অধিবাসীর দুই তৃতীয়াংশ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, বসতবাড়ি ও খামার বিধ্বস্ত হয়েছে এবং বিদ্যুৎ ও টেলিফোন লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে।
প্রসঙ্গত, গানসু প্রদেশটি একটি দুর্যোগ প্রবণ এলাকা। এর মিন কাউন্টিতে গত বছরের আগস্টে ভয়াবহ ভূমিধসে দেড় হাজার মানুষের প্রাণহানি ঘটে।
বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মে ১৩, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর