ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৬, মে ১৩, ২০১২
ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় নিহত ১০

ঢাকা: ইয়েমেনে গত শনিবার মার্কিন ড্রোনের পৃথক দু’টি হামলায় ১০ জন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। একই সঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে নতুন করে শুরু হওয়া সরকারি বাহিনীর অভিযানে আরো ১৫ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সেনা কর্মকর্তারা।



ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলী প্রদেশ মারিব এবং শাবোয়া প্রদেশের সীমান্ত এলাকায় বিমান হামলায় তিনটি গাড়ি ধ্বংস হয়ে যায় এবং আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গ্রুপের ১০ সদস্য নিহত হয়।

তবে ড্রোন হামলার কথা ইয়েমেন বা যুক্তরাষ্ট্র কেউই স্বীকার না করলেও স্থানীয় কর্মকর্তারা বলছেন, এটি মার্কিন ড্রোন হামলা বলেই মনে হচ্ছে। এতে ১২ জন জঙ্গি নিহত হয়েছে যাদের মধ্যে একজন মিশরীয় এবং দু’জন সৌদি নাগরিক রয়েছে।

এদিকে গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ওয়াশিংটন ইয়েমেনে অস্ত্র সরবরাহ এবং সেনাদের প্রশিক্ষণ কার্যক্রম আবার শুরু করেছে। যদিও গত বছর ব্যাপক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ক্ষমতা হস্তান্তরের পর ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মে ১৩, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।