ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়াতে সহিংসতায় আরো ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, মে ১৩, ২০১২
সিরিয়াতে সহিংসতায় আরো ৮ জন নিহত

ঢাকা : সিরিয়ার ইদলিব প্রদেশে পৃথক পৃথক সহিংস ঘটনায় গত শনিবার ৮ জন নিহত হয়েছে। জাতিসংঘের যুদ্ধবিরতি প্রচেষ্টার মাঝেই চলমান সহিংসতায় এরা নিহত হলো।



দেশটিতে পর্যবেক্ষণরত মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, ইদলিবে নিরাপত্তা বাহিনীর সিরিজ তল্লাশি অভিযানের সময় গুলিতে নিহত হয়েছেন এক নারী ও এক পুরুষ। একই দিন প্রদেশের হানতুতেন গ্রামে সরকারি বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গ্রুপের সংঘর্ষে চার সেনা নিহত হয়েছে বলে জানিয়েয়ে ব্রিটেনভিত্তিক মানবাধিবার সংগঠন।

এদিকে হামা প্রদেশের মধ্যাঞ্চলে মর্ক গ্রামে ভোরবেলায় ভারী গোলা বর্ষণে এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় দাইর-আল-জোর শহরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আরও একজন।

সিরিয়ায় এই মূহুর্তে জাতিসংঘের ১৪৫ জন সেনা পর্যবেক্ষক অবস্থান করছেন। অবস্থানরত পর্যবেক্ষকরা জাতিসংঘ-আরব লিগের পক্ষ থেকে সিরিয়ায় যুদ্ধবিরতির জন্য কাজ করছেন।

তবে এর মধ্যেও সহিংসতা থেমে নেই। গত বৃহস্পতিবার রাজধানী দামেস্কে দু’টি আত্মঘাতী হামলায় ৫৫ জন নিহত এবং ৩৭২ জন আহত হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে, ২০১১ সালের মার্চে শুরু হওয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনে সহিংসতায় এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ১৩, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।