ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগান পুলিশের গুলিতে দুই ব্রিটিশ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, মে ১৩, ২০১২
আফগান পুলিশের গুলিতে দুই ব্রিটিশ সেনা নিহত

ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কর্মরত দুই ব্রিটিশ সেনাকে গুলি করে হত্যা করেছে আফগান পুলিশ। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ খবর জানিয়েছে।



এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, গত শনিবার হেলমান্দ প্রদেশের লস্কর গাহ এলাকায় এ ঘটনা ঘটে। ব্রিটিশ সেনারা স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে চলা একটি বৈঠকে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল। এমন সময় আফগান পুলিশ বাহিনীর গুলিতে দু’জন নিহত হয়।

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হামোন্ড নিহতের খবর নিশ্চিত করে জানিয়েছেন, হামলাকারীদের একজন নিহত হয়েছে। অপর একজন পালিয়ে গেছে।

আফগানিস্তান মিশনে নিয়োজিত ন্যাটো নিহতের খবর নিশ্চিত করেছে। তারা বলেছে, আফগান পুলিশের ইউনিফর্ম পরা দু’জন লোক হঠাৎ করে জোট বাহিনীর দিকে অস্ত্র তাক করে। এসময় তাদের গুলিতে দুই জন নিহত হয়।

উল্লেখ্য, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোট ন্যাটো বাহিনীর আফগান অভিযান শুরুর পর থেকে এ যাবৎ ৪১০ জন ব্রিটিশ সেনা কর্মকর্তা নিহত হয়েছে, আহত হয়েছে আরো অনেকে।

আফগানিস্তানে এখন সাড়ে নয় হাজার ব্রিটিশ সেনা রয়েছে। এ বছরের শেষ নাগাদ আরো পাঁচশ’ সেনা প্রত্যাহারের কথা রয়েছে। আর ২০১৪ সালের মধ্যে সব সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে ব্রিটেনের।

সম্প্রতি আফগানিস্তানে পশ্চিমা দূতাবাস, জোট বাহিনী, আফগান নিরাপত্তা বাহিনী এবং তাদের বিদেশি পরামর্শকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার ঘটনা বেড়েছে। এ পরিস্থিতিতে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে পশ্চিমা সেনা প্রত্যাহারের জন্য ন্যাটোর সদস্যভুক্ত অনেক দেশে অভ্যন্তরীণ চাপ বাড়ছে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ১২, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।