ঢাকা: ইউরোজোনের ১৭টি দেশের মধ্যে স্পেনে বেকারত্বের হার বর্তমানে সবচেয়ে বেশি। দেশটির যুব সমাজের ৫০ শতাংশই এখন কর্মহীন।
চরম অর্থনৈতিক সঙ্কট ও বেকারত্বের কারণে গত বছর এ আন্দোলনের সূত্রপাত। আন্দোলনের বছরপূর্তিতে রাজধানী মাদ্রিদের পুয়ের্তো দেল সোল স্কয়ারে শনিবার দিবাগত রাতে বহু লোক জড়ো হয়। সঙ্কট উত্তরণে সাম্প্রতিক সময়ে সরকারের বাজেট কর্তন, কর বৃদ্ধি এবং কৃচ্ছ্রতার নীতিতে আরও ক্ষুব্ধ হয়ে উঠেছে জনগণ।
এদিন বিক্ষোভকারীরা দাবি মেনে না নেওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। মধ্যরাত পর্যন্ত সরকারের বেঁধে দেওয়া সময়ের পরেও বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আয়োজকদের দাবি, প্রত্যাশার চেয়ে অনেক বেশি মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে।
এদিকে যে কোন ধরনের অরাজক পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভস্থলে প্রায় দুই হাজার দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল। নির্ধারিত সময়ের পরেও বিক্ষোভকারীরা তাদের অবস্থানে অনড় থাকায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
এদির স্পেনের অন্য শহরগুলোতেও দিনটি উপলক্ষ্যে বিক্ষোভ সমাবেশ হয়েছে। পুলিশ বলেছে, বার্সেলোনার রাস্তায় কমপক্ষে ৪৫ হাজার মানুষ বিক্ষোভে যোগ দেয়। অবশ্য আয়োজকদের দাবি, এ সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ১৩, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর