ঢাকা: গ্রিসে সরকার গঠনের শেষ চেষ্টাও ব্যর্থ হয়েছে। এখন পুনর্নির্বাচন ছাড়া আর গত্যন্তর থাকছে না বলেই মনে হচ্ছে।
কৃচ্ছ্রসাধনের নীতির সঙ্গে কোনো ভাবেই আপোষ করবে না বলে জানিয়ে দিয়েছে সিরিজা পার্টি। একই মতে চলছে ডেমোক্র্যাটিক লেফট পার্টিও।
এদিকে সোমবার সন্ধ্যার দিকে গ্রিসের সঙ্কট নিয়ে বেলজিয়ামের ব্রাসেলসে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীরা।
সরকার গঠনের সব চেষ্টা ব্যর্থ হয়ে যাওয়ার প্রেক্ষিতে গ্রিসে নতুন করে নির্বাচন হলে বাজেট কর্তন আর কৃচ্ছ্রসাধন নীতির বিরুদ্ধতাকারী দলগুলোই এগিয়ে থাকবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
আর এদিকে গ্রিসকে অর্থ সহায়তার জন্য দেওয়া শর্তগুলো পুনর্বিবেচনার কোনো লক্ষণ ইউরোপের নেতাদের মধ্যে দেখা যাচ্ছে না। এর নিশ্চিত অর্থ হল ইউরোজোন থেকে গ্রিসের বিদায়।
এর মধ্যে ইইউভুক্ত কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশ্যে বলেছে, যা ঘটছে তার নিশ্চিত ফল হল- গ্রিক একক মুদ্রার আওতায় আর থাকতে পারবে না।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ১৪, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর