ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তিন দশক পর মিয়ানমার সফরে দ. কোরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, মে ১৪, ২০১২
তিন দশক পর মিয়ানমার সফরে দ. কোরিয়ার প্রেসিডেন্ট

ঢাকা: দীর্ঘ ২৯ বছর পর মিয়ানমার সফরে আসছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক। সোমবার সন্ধ্যা নাগাদ তিনি মিয়ানমারের রাজধানী নেইপিদো পৌঁছবেন বলে জানিয়েছে কোরীয় কর্মকর্তারা।



১৯৮৩ সালে প্রেসিডেন্ট চুন দু-হুয়ান মিয়ানমার সফরে এলে রেঙ্গুনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হয় ২১ জন মানুষ। এ হামলার জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে দক্ষিণ কোরিয়া। এ ঘটনার পর দক্ষিণ কোরীয় কোনো প্রেসিডেন্ট আর মিয়ানমার সফরে আসেননি।

সফরকালে প্রেসিডেন্ট লি মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সিন এবং সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

চীন এবং জাপানের সঙ্গে ত্রিদেশীয় বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা শেষ করে বেইজিং থেকে মিয়ানমার আসছেন প্রেসিডেন্ট লি।

রোববার বেইজিংয়ে অনুষ্ঠিত সম্মেলনে মুক্তবাণিজ্য চুক্তির পাশাপাশি নেতারা উত্তর কোরিয়ার ব্যর্থ রকেট উৎক্ষেপণের বিষয়েও আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১৪, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।