ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় সেনা-বিদ্রোহী সংঘর্ষে ২৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, মে ১৪, ২০১২
সিরিয়ায় সেনা-বিদ্রোহী সংঘর্ষে ২৩ সেনা নিহত

ঢাকা: সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে সংঘটিত ভয়াবহ সংঘর্ষে সোমবার কমপক্ষে ২৩ সেনা নিহত হয়েছে। সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের রাসতান শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে আহত হয়েছে আরো অনেকে। কৌশলগতভাবে রাসতান বিদ্রোহী সেনাদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মির শক্ত ঘাঁটি বলে বিবেচনা করা হয়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস হতাহতের খবর নিশ্চিত করেছে।

এদিকে বিরোধীরা জানিয়েছে, এদিন সরকারি বাহিনী গত জানুয়ারি থেকে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা রাসতান শহরে বোমা এবং ভারী গোলাবর্ষণ করে। বোমার আঘাতে নয় জন নিহত হয়েছে বলে জানা গেছে।  

গত বছরের মার্চে সিরিয়াতে সরকার বিরোধী আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সংঘর্ষে আড়াই হাজারেরও বেশি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়া কর্তৃপক্ষ। অপরদিকে বিদ্রোহীদের দেওয়া তথ্যানুসারে, এ সময়ে নয় হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মে ১৪, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।