ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জীবনবৃত্তান্তে ভুয়া তথ্য: ইয়াহু সিইওর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৪, মে ১৪, ২০১২
জীবনবৃত্তান্তে ভুয়া তথ্য: ইয়াহু সিইওর পদত্যাগ

ঢাকা: জীবনবৃত্তান্তে ভুয়া তথ্য দেওয়া নিয়ে দীর্ঘ বিতর্কের পর অবশেষে পদত্যাগ করলেন ইন্টারনেট সেবা দানকারী প্রতিষ্ঠান ইয়াহুর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্কট থম্পসন।

জীবন বৃত্তান্তে কম্পিউটার বিজ্ঞানের ভুয়া ডিগ্রি সংযুক্ত করেছিলেন থম্পসন।

এ ব্যাপারে কোম্পানির সবচে বড় অংশীদার ড্যানিয়েল লোব অভিযোগ করার ১০ দিনের মাথায় থম্পসন পদত্যাগ করলেন।

থম্পসনের পদত্যাগের কারণ সম্পর্কে ইয়াহুর পক্ষ থেকে কিছু বলা হয়নি। তবে কোম্পানির গ্লোবাল মিডিয়া হেড রস লেভিনসনের অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

এছাড়া থম্পসনের বিরুদ্ধে অভিযোগকারী ড্যানিয়েলকে ইয়াহুর পরিচালক পদে বসানোর ব্যাপারে কর্তৃপক্ষ আলোচনা করছে বলে জানা গেছে।

ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে থম্পসন ২০০৮ সাল পর্যন্ত অনলাইনে অর্থ পরিশোধের সেবা দানকারী প্রতিষ্ঠান পেপলের প্রেসিডেন্ট।

ইয়াহু ২০১১ সালের সেপ্টেম্বরে ক্যারোল বারৎজকে বরখাস্ত করার পর অন্তর্বর্তী দায়িত্বপালনকারী টিম মোরসের স্থলাভিষিক্ত হন থম্পসন।

ইয়াহুর সিইও হিসেবে দায়িত্ব পালনকালে থম্পসন বাড়তি ব্যয় কমিয়ে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ উন্নতির জন্য চেষ্টা করছিলেন। এরই অংশ হিসেবে বছরে ৩৭ কোটি ৫০ লাখ ডলার খরচ কমাতে কোম্পানির ১৪ শতাংশ জনবল ছাটাই করার পরামর্শ দিয়েছিলেন ড্যানিয়েল।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মে ১৪, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।