ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গ্রিসের ইইউ ত্যাগের গুজব নাকচ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০০, মে ১৫, ২০১২
গ্রিসের ইইউ ত্যাগের গুজব নাকচ

ঢাকা: ইউরোজোন থেকে গ্রিসের বাদ পড়ার সম্ভাবনাকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন ইউরোজোনভুক্ত দেশসমূহের  অর্থমন্ত্রীরা। তবে একই সাথে ব্যয় সংকোচন নীতির ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ডের (আইএমএফ) সিদ্ধান্তের প্রতি গ্রিসকে সম্মান জানাতে হবে সোমবার জানিয়েছেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা।

গ্রিসে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে দ্রুত সরকার গঠনের প্রতি গুরুত্বারোপ করেছেন ইইউ নেতারা। লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী এবং ইউরোজোনের অর্থমন্ত্রীদের চেয়ারম্যান জঁ ক্লদ জাকার এ ব্যাপারে বলেছেন, ‘গ্রিস যদি সরকার গঠন করে বাজেটকর্তন চুক্তি সই করতে পারে তাহলে লক্ষ্য পূরণের স্বার্থে কিছু শর্ত শিথিল করা যেতে পারে। ’

সোমবার ইউরোজোনের অর্থমন্ত্রীদের মধ্যকার ছয় ঘন্টাব্যাপী আলোচনা শেষে তিনি আরো বলেন, ‘গ্রিসের ইউরোজোন ত্যাগ করাটা আমাদের আলোচনার বিষয় ছিল না। আমি এক সেকেন্ডের জন্যেও চিন্তা করিনি যে গ্রিস ইউরো এলাকা ত্যাগ করছে। এটা একেবারেই অর্থহীন প্রচারণা। ’ তবে বৈঠকে বাজেট সংক্রান্ত যে কর্মসূচি নির্ধারণ করা হয়েছে অন্যান্য দেশের মত গ্রিসেও সেটার যথাযথ প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন জাকার।

প্রসঙ্গত, নির্বাচনের নয় দিন পর এখন পর্যন্ত কোনো সরকার গঠন করতে পারেনি গ্রিসের রাজনৈতিক দলগুলো। ব্যয় সংকোচন, কৃচ্ছসাধন নীতির বিরোধিতাকারী বামপন্থী সিরিযা পার্টি এবং ডেমোক্রেটিক লেফট পার্টি বেঁকে বসায় এ অচলাবস্থার সৃষ্টি হয়। ফলে গ্রিস এখন পুননির্বাচনের দিকেই এগিয়ে চলেছে বলে মনে  করছেন বিশ্লেষকরা।

সরকার গঠনে অচলাবস্থা ও গভীর অর্থনৈতিক সংকটের মাঝে দাঁড়িয়ে থাকা গ্রিস শেষ পর্যন্ত ইউরোজোন থেকে বেরিয়ে আসতে বাধ্য হবে এমন সম্ভাবনা বাড়ছিল ক্রমশ। কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটিকে স্রেফ গুজব বলেই উড়িয়ে দিয়েছেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা।

বাংলাদেশ সময়: ১৩৪১ঘণ্টা, মে ১৫, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।