ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

গ্রিসে সরকার গঠনের অন্তিম চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, মে ১৫, ২০১২
গ্রিসে সরকার গঠনের অন্তিম চেষ্টা

ঢাকা: গ্রিসে নবনির্বাচিত বর্তমান পার্লামেন্টের অধীনেই একটি সরকার গঠনের লক্ষ্যে চূড়ান্ত উদ্যোগ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কারোলোস পাপুলিয়াস মঙ্গলবার পার্লামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করা সব রাজনৈতিক দলকে একটি জরুরি বৈঠকে ডেকেছেন।

এটিকে গ্রিসের সরকার গঠনের শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে সরকার গঠিত না হলে সংবিধান অনুযায়ী গ্রিসে পরের মাসে আবারো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

গ্রিসের নবনির্বাচিত বর্তমান ঝুলন্ত পার্লামেন্টে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এখনও সরকার গঠন সম্ভব হয়নি। পার্লামেন্টের প্রধান প্রধান দলগুলো একটি জোট সরকার গঠনের চেষ্টা করলেও তাদের উদ্যোগ ব্যর্থ হয় পরস্পর বিপরীতমুখী অবস্থানের কারণে।

বর্তমান পার্লামেন্ট ব্যর্থ হওয়ায় সংবিধান অনুযায়ী গ্রিস পুন:নির্বাচনের পথেই এগিয়ে যাচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে শেষ চেষ্টা হিসেবে এই অচলাবস্থার সমাধানে পার্লামেন্টের সব দলের নেতাদের একটি বৈঠকে ডেকেছেন গ্রিসের প্রেসিডেন্ট। এ বৈঠকে রাজনৈতিক দলগুলোকে বিভেদ ভুলে একটি সরকার গঠনের জন্য তিনি চূড়ান্ত চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর দু’টায় রাজনৈতিক নেতারা প্রেসিডেন্ট প্রাসাদে ডাকা বৈঠকে অংশ নেবেন। একটি জোট সরকার গঠনের জন্য একে একটি চূড়ান্ত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবারের উদ্যোগ ব্যর্থ হলে দেশটিতে পুন:নির্বাচন অবশ্যাম্ভি হয়ে দাড়াবে।

এর আগে সোমবার প্রেসিডেন্ট কারোলোস পাপুলিয়াস পার্লামেন্টের প্রধান রাজনৈতিক দল রক্ষণশীল নিউ ডেমোক্রেসি পার্টি, সমাজবাদী পাসোক পার্টি এবং বামপন্থি ডেমোক্রেটিক লেফট পার্টির সঙ্গে বৈঠক করেন। গতকালের বৈঠক শেষে রাজনৈতিক নেতারা জানান, প্রেসিডেন্ট যে কোনো ভাবেই হোক এই পার্লামেন্টের অধীনেই একটি সরকার গঠনের জন্য তাদের প্রতি আহবান জানিয়েছেন।  

বাংলাদেশ সময়:১৪১৩ ঘণ্টা, মে ১৫, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।