ঢাকা: দীর্ঘ প্রায় তিন দশক পর মিয়ানমার সফরে এসেছেন কোনো দক্ষিণ কোরীয় সরকার প্রধান। মিয়ানমারের পরিবর্তিত ইতিবাচক রাজনৈতিক পরিস্থিতিতে দুইদেশের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষেই এ সফর বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সফরের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়াং বাক মঙ্গলবার মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সাং সুচির সঙ্গে দেখা করেন। সফরের প্রথম দিন সোমবার তিনি মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গেও সাক্ষাৎ করেন।
১৯৮৩ সালে তৎকালীন দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট চুন দু হানের মিয়ানমার সফরকালে তাকে লক্ষ করে পরিচালিত এক বোমা হামলায় ২১ জন নিহত হয়। ধারণা করা হয় দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টকে হত্যার জন্য উত্তর কোরিয়ার এজেন্টরা এই বোমা হামলা চালায়। হামলায় নিহতদের মধ্যে ছিলেন দক্ষিণ কোরীয় পার্লামেন্টের ১৭ সদস্য ও অন্যান্য কর্মকর্তা সহ ৪ মিয়ানমারের নাগরিক। তবে প্রেসিডেন্ট চু দু হান অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এই ঘটনার পর লিই হচ্ছেন মিয়ানমার সফরে আসা প্রথম কোনো দক্ষিণ কোরীয় সরকার প্রধান।
নিরাপত্তার স্বার্থে প্রেসিডেন্ট লির মিয়ানমার সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে পুরো রেঙ্গুন জুড়ে নিরাপত্তা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। তাছাড়া ১৯৮৩ সালের হামলাস্থলেও বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘন্টা, মে ১৫, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর