ঢাকা : শর্ত মেনে নেওয়ায় অনশন কর্মসূচি বন্ধে রাজি হয়েছে ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিরা। কারাগারে ফিলিস্তিনি বন্দিদের অমানবিক অবস্থা, পরিবারের সদস্যদের সাথে দেখা করতে না দেওয়া এবং বিনা বিচারে আটক করে রাখার বিরুদ্ধে ইসরায়েলি কারাগারগুলোতে আটক প্রায় দু’হাজার ফিলিস্তিনি বন্দি গত ১৭ এপ্রিল থেকে অনশন করে আসছিলো।
উদ্ভূত পরিস্থিতিতে মিসর এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যস্থতায় সমস্যার সমাধান করা হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফিলিস্তিনি বন্দী ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর সোমবার বন্দিরা তাদের অনশন কর্মসূচি থেকে সরে আসে বলে জানায় সংবাদ মাধ্যম।
ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষই চুক্তির সত্যতা নিশ্চিত করেছে। চুক্তির ব্যাপারে মিসরীয় এক মধ্যস্থতাকারী সংবাদমাধ্যমকে জানান, চুক্তি অনুসারে ইসরায়েল বিনা বিচারে আটক ১৯ জন বন্দিকে মুক্তি দিতে যাচ্ছে। তাছাড়া স্বজনদের সঙ্গে বন্দিদের দেখা করার উপর আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। এছাড়া কারাগারে বন্দিদের অবস্থার মানোন্নয়ন ও সুযোগ সুবিধা আরো বাড়ানোর নিশ্চয়তা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
২০০৬ সালে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে অপহরণের পর থেকেই ফিলিস্তিনিবন্দিদের সঙ্গে স্বজনদের সাক্ষাতের উপর নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েল। অবশ্য পরবর্তীতে এক হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে গিলাদ শালিতকে মুক্তি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘন্টা, মে ১৫, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর