ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কমছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, মে ১৫, ২০১২
চীনে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ কমছে

ঢাকা : গত বছরের নভেম্বর থেকে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত টানা ছয় মাস চীনে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বা এফডিআই হ্রাস পাচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত বছরের একই তুলনায় চলতি বছরের এই সময়ে চীনে বিনিয়োগের পরিমান কমেছে ০.৭ শতাংশ।

আর্থিক হিসেবে এর পরিমান ৮৪০ কোটি ডলার। এর মধ্যে শুধু মার্চেই বিনিয়োগ ৬ দশমিক ১ শতাংশ কমেছে বলে জানা গেছে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিনিয়োগ কমার কারণ হিসেবে বিশ্ব অর্থনীতির মন্দাভাবকেই দায়ী করেছেন।

এর আগে গত মাসে প্রকাশিত এক উপাত্তেও চীনের অর্থনীতির ধীরগতি পরিলক্ষিত  হয়। এছাড়া চীনের আমদানি এবং রপ্তানি চলতি এপ্রিলেও প্রত্যাশিত হারে পৌঁছাতে পারেনি বলে পরিসংখ্যানে দেখানো হয়। এছাড়া এপ্রিলে চীনে শিল্পোৎপাদনে প্রবৃদ্ধির হার ২০০৯ সালের পর সর্বনিম্ন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার প্রকাশিত তথ্যে দেখা যায়, গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে বৈদেশিক বিনিয়োগ কমেছে প্রায় ২ দশমিক ৪ শতাংশ।

বৈদেশিক বিনিয়োগের এই অবস্থা চলতে থাকলে ২০১২ সালে চীন তাদের প্রবৃদ্ধির লক্ষমাত্রা অর্জনে সক্ষম নাও হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মে ১৫, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।