রিয়াদ : উপসাগরীয় দেশগুলোকে নিয়ে একটি ফেডারেল রাষ্ট্র (গাল্ফ ইউনিয়ন) গঠনের পরিকল্পনা করছে সৌদি আরব। ইতোমধ্যে এ পরিকল্পনার একটি খসড়া প্রস্তাব পিজিসিসি (পারসিয়ান গালফ কো-অপারেশন কাউন্সিল) এর সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে হস্তান্তর করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল।
বিশ্লেষকরা মনে করছেন, উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ায় শাসন ব্যবস্থা পরিবর্তনে আরব বসন্তের নতুন যে বাতাস বইছে, তা মোকাবেলার লক্ষ্যে নতুন রক্ষাপ্রাচীর হিসাবেই রাজতান্ত্রিক দেশগুলোর সরকার প্রধানরা এ পরিকল্পনা করেছেন।
গত সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বাদশাহ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জিসিসি’র এক সম্মেলন শেষে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বলেন, একটি ইউনিয়ন গঠনের জন্য জোটের পক্ষ থেকে এর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে একটি খসড়া প্রস্তাব বিতরণ করা হয়েছে। তিনি বলেন, আমি আশা করছি, আগামী বৈঠকেই ছয়টি দেশ একত্রিত হয়ে যাবে।
তবে প্রস্তাবিত ইউনিয়নে সৌদি আরবের একক আধিপত্য থাকবে- এ বাস্তবতায় ছোট ছোট উপসাগরীয় দেশ এ প্রস্তাবে দিধান্বিত বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সর্বশেষ খবর হচ্ছে, গত সোমবার পর্যন্ত কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি।
এদিকে, বাহরাইনের প্রধানমন্ত্রী যুবরাজ খলিফা বিন সালমান আল খলিফা দেশটির পক্ষে সৌদির এ পরিকল্পনার প্রতি প্রকাশ্য সমর্থন ঘোষণা করেছেন।
পিজিসিসি’র সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে- সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।
বিশ্লেষকরা মনে করছেন, সম্প্রতি আরব দেশগুলোতে সরকার বিরোধী আন্দোলন শুরুর হয়েছে। এতে কেয়েকটি দেশে ক্ষমতার পালা পরিবর্তন হয়েছে এবং আরও কয়েকটি দেশে তার চূড়ান্ত পর্যায় চলমান বা কোথাও পটভূমি তৈরি হচ্ছে। চলমান এ আবহের ছোঁয়ায় পিজিসিসি ভুক্ত নাগরিকরা জেগে উঠতে পারেন, উপড়ে ফেলতে পারেন ক্ষমতার তখত-তাউস, এ শংকায় ভবিষ্যত নিয়ে ভীত সৌদি শাসক শ্রেণী।
এ ধারণার প্রতিধ্বনি পাওয়া যায় বাহরাইনের বিরোধী দলীয় নেতা সৈয়দ হাদি আল মুসাভি’র বক্তব্যে। পিজিসিসি ভুক্ত দেশগুলো নিয়ে ফেডারেশন গড়ার সৌদি পারিকল্পনার উদ্দেশ্য সম্পর্কে সম্পতি তিনি বলেন, এখানকার জনগণ জেগে উঠুক, তা চায় না এ অঞ্চলের শাসকরা।
এদিকে, ওই সম্মেলনের পর সাংবাদিকদের কাছে দেওয়া বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল ইরানকে সৌদি এ উদ্যোগে বাগড়া না দেওয়ার জন্য হঁশিয়ার করে দিয়েছে। উল্লেখ্য, পিজিসিসি ভুক্ত দেশগুলোর মধ্যে মিয়অ মুসলমান প্রধান বাহরাইনের সঙ্গে ইরানের বিশ্যেষ সম্পর্ক রয়েছে।
বাংলাদেশ সময় : ১৬৪২ ঘণ্টা, ১৪ মে, ২০১২
মোহাম্মদ আল-আমীন/
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর
ahsan@banglanews24.com