ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালাবে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, মে ১৫, ২০১২
অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালাবে চীন

ঢাকা : চীনের রাজধানী বেইজিংয়ে যেসব বিদেশি অবৈধভাবে অবস্থান করছে বা কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে চীনা কর্তৃপক্ষ। এ সব বিদেশীদের বিরুদ্ধে বেইজিং কর্তৃপক্ষ একশ দিনের এক কঠোর অভিযানের পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



স্থানীয় পুলিশের এক বিবৃতিতে বলা হয়, যারা অবৈধভাবে চীনে প্রবেশ করেছে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করেছে ও কাজ করছে তাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। এর অংশ হিসেবে যে সকল স্থানে বিদেশিদের সমাগম বেশি সে সকল স্থানে ভিসা চেক করার ব্যবস্থা করা হবে।

চীনের অর্থনীতি উন্নতির দিকে ধাবমান হওয়ায় বেইজিং দিনদিন বিদেশিদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

আগামী আগষ্ট মাসের শেষ পর্যন্ত এই অভিযান চলবে বলে। মূলত বার এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশের এলাকাগুলোতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ১৫, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।