ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে পাহাড়ি রাস্তা থেকে গাড়ি উল্টে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ১৯, ২০২৩
চীনে পাহাড়ি রাস্তা থেকে গাড়ি উল্টে নিহত ১১

চীনের দক্ষিণাঞ্চলে একটি গাড়ি পাহাড়ি রাস্তা থেকে উল্টে পানিতে পড়ে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১১ যাত্রী নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে। খবর আল আরাবিয়া।

ভিয়েতনামের সঙ্গে চীনের সীমান্তের কাছে একটি পাহাড়ি অঞ্চলে দুর্ঘটনা ঘটে।

সিসিটিভির প্রতিবেদন বলছে, চীনের গুয়াংজি প্রদেশে স্থানীয় সময় শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটিতে ১৪ জন যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে একটি প্রাথমিক সূত্র বলছে, দুর্ঘটনায় তিনজন বেঁচে থাকা ছাড়া, বাকি ১১ জনই নিহত হয়েছেন।

সিসিটিভি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার তদন্ত চলছে।

নিরাপত্তা নিয়ন্ত্রণের অভাবে চীনে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। গত জানুয়ারিতে, দেশটির পূর্ব জিয়াংসি প্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৯ জন মারা যান। আহত হন ২০ জন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ১৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।