নয়াদিল্লি: মার্কিন চাপের কাছে নতিস্বীকার করে শেষ পর্যন্ত ইরান থেকে তেল আমদানি কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত সরকার।
তেহরান থেকে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ কমছে ১১ শতাংশ।
হিলারি ভারতে এসে প্রকাশ্যেই ইরান থেকে ভারতে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কমানোর পক্ষে মন্তব্য করেছিলেন।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আর পি এন সিংহ মঙ্গলবার রাজ্যসভায় এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, গত ২০১০-১১ বছরে ইরান থেকে মোট অপরিশোধিত তেল আমদানির পরিমাণ ছিল ১৮ দশমিক ৫০ মিলিয়ন টন। ২০১১-১২ বছরে তা ছিল ১৭ দশমিক ৪৪ মিলিয়ান টন এবং ২০১২-১৩ বছরে এই পরিমাণ ধরা হয়েছে ১৫ দশমিক ৫ মিলিয়ান টন।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ১৫, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর