ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন চাপে ইরানি তেল আমদানি কমালো ভারত

নয়াদিল্লি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, মে ১৫, ২০১২

নয়াদিল্লি: মার্কিন চাপের কাছে নতিস্বীকার করে শেষ পর্যন্ত ইরান থেকে তেল আমদানি কমিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত সরকার।

তেহরান থেকে অপরিশোধিত তেল আমদানির পরিমাণ কমছে ১১ শতাংশ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের ভারত সফরের পরই এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

হিলারি ভারতে এসে প্রকাশ্যেই ইরান থেকে ভারতে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি কমানোর পক্ষে মন্তব্য করেছিলেন।

পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আর পি এন সিংহ মঙ্গলবার রাজ্যসভায় এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, গত ২০১০-১১ বছরে ইরান থেকে মোট অপরিশোধিত তেল আমদানির পরিমাণ ছিল ১৮ দশমিক ৫০ মিলিয়ন টন। ২০১১-১২ বছরে তা ছিল ১৭ দশমিক ৪৪ মিলিয়ান টন এবং ২০১২-১৩ বছরে এই পরিমাণ ধরা হয়েছে ১৫ দশমিক ৫ মিলিয়ান টন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মে ১৫, ২০১২
আরডি/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।