ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এল সালভাদরে পদদলিত হয়ে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মে ২১, ২০২৩
এল সালভাদরে পদদলিত হয়ে নিহত ৯

এল সালভাদরের রাজধানী সান সালভাদরে একটি ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে অন্তত নয়জন নিহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সাতজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তাদের সবার বয়স ১৮ বছরের বেশি।

বিবিসি বলছে, মনুমেন্টাল স্টেডিয়ামে স্থানীয় দল আলিয়াঞ্জা ও সান্তা আনাভিত্তিক দল ফাসের মধ্যে একটি ম্যাচ চলছিল। নির্ধারিত সময়ের পর গেট বন্ধ করা হলেও বিপুল সংখ্যক দর্শক স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে। অনেক মানুষ পদদলিত হয়।

ঘটনার পর খেলাটি স্থগিত করা হয়।

রেসকিউ কমান্ডো ফার্স্ট এইড গ্রুপের একজন স্বেচ্ছাসেবক সাংবাদিকদের বলেছেন, এটি ছিল দর্শকদের একটি তুষারপাত। অনেকে সুড়ঙ্গের নিচে ছিল। একে-অন্যের ধাক্কায় মাঠে নামতে সক্ষম হয়েছিল।

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে বলেছেন, পুলিশ এ ঘটনার ‘বিস্তৃত তদন্ত’ করবে।

তিনি টুইটারে বলেছেন, অপরাধী যেই হোক না কেন, তাকে শাস্তির আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মে ২১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।