ঢাকা: নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ইসলামপন্থি সশস্ত্র সংগঠন বোকো হারামের সন্দেহভাজন ১৬ সদস্য নিহত হয়েছে। বুধবার কর্তপক্ষ জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর মাইদুগুরিতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় অধিবাসীরা জানিয়েছে, নাইজেরীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাতভর বন্দুক যুদ্ধে ওই ১৬ ব্যক্তি নিহত হয়।
কয়েক ঘন্টাব্যাপী চলা বন্দুকযুদ্ধে অনেক বেসামরিক লোক আহত হলেও কোন সেনা সদস্য নিহত হয়নি হয়নি বলে দাবি করেছে সেনা বাহিনী।
উল্লেখ্য, ২০০৯ সালের পর থেকে ইসলামপন্থি সশস্ত্র সংগঠন বোকো হারাম নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক সক্রিয়। এ অঞ্চলে একাধিক সহিংস ঘটনার জন্য তাদের দায়ী করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ০৬, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর