ঢাকা: ব্রিটিশ প্রত্মতত্ত্ববিদরা সম্প্রতি লন্ডন নগরীতে এলিজাবেথীয় যুগের একটি থিয়েটারের ধ্বংসাবশেষের খোঁজ পেয়েছেন। ধারণা করা হচ্ছে এটিই বিখ্যাত কারটেইন থিয়েটার যেখানে উইলিয়াম সেকসপিয়ারের কয়েকটি বিখ্যাত নাটক প্রথম মঞ্চায়িত হয়।
থিয়েটারটিকে ১৫৭৭ সালের দিকে নির্মাণ করা হয়। সংবাদমাধ্যম জানিয়েছে, পূর্ব লন্ডনের একটি পানশালার পেছনে খুঁজে পাওয়া যায় এই থিয়েটারটিকে।
দি কারটেইন থিয়েটার নামে পরিচিত এই থিয়েটারে শেকসপিয়ারের বেশ কিছু বিখ্যাত নাটক অভিনীত হতো বলে জানা গেছে। এখানেই শেকসপিয়ারের নিজস্ব থিয়েটার কোম্পানির অফিস ছিলো বলে ধারণা করা হচ্ছে।
এখন থিয়েটারটিকে সংস্কার করে আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমনকি ভবিষ্যতে এখানে আবারও নাটক মঞ্চায়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। মিউজিয়াম অব লন্ডন আর্কিওলজি বা মোলার প্রত্নতত্ত্ববিদরা এই খনন কার্যে অংশ নেন।
এ প্রসঙ্গে তাদের প্রধান প্রত্নতত্ত্ববিদ ক্রিস থমাস বলেন, ‘এটি একটি চমকপ্রদ আবিষ্কার। এর ফলে শেকসপিয়ার যুগের থিয়েটারের ব্যাপারে আমরা আরও বেশি জানতে পারবো। ’
ইতিহাসের পাতা থেকে ১৬২২ সালের পর এই থিয়েটার অদৃশ্য হয়ে যায়। তবে এর অস্তিত্ব আরো ২০ বছর পর্যন্ত বজায় ছিলো বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এর পরপরই গৃহযুদ্ধ শুরু হয়ে গেলে পুরোপুরি বিস্মৃতির অতলে হারিয়ে যায় থিয়েটারটি।
এখানে মঞ্চায়িত হওয়া উল্লেখযোগ্য নাটকের মধ্যে অন্যতম হলো হেনরি ৫, রোমিও জুলিয়েট এবং বেন জনসনের ‘এভরি ম্যান ইন হিস হিউমার। ’ একে সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য শেকসপিয়ারীয় আবিষ্কার বলে অভিহিত করছেন বিশেষজ্ঞরা।
এদিকে খননস্থানটির স্বত্ত্বাধিকারী প্লাইইয়ার্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের মুখপাত্র বলেন, ‘এখানে কারটেইনের অবস্থান ছিলো বলে ধারণা করা হতো, তবে এর আসল অবস্থান এতদিন একটি রহস্য হয়েই ছিলো। ’
বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, জুন ০৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর