ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সাদ্দামের শীর্ষ সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫২, জুন ৭, ২০১২
সাদ্দামের শীর্ষ সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর

ঢাকা: ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের একজন ঘনিষ্ঠ সহযোগীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইরাকের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার সাদ্দাম হোসেনের ব্যক্তিগত সচিব আবেদ হামাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সাদ্দাম জামানায় অনেক মন্ত্রীর থেকেও তাকে বেশি ক্ষমতাবান হিসেবে মনে করা হতো বলে জানা গেছে।

২০০৩ সালে যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের সময় যুক্তরাষ্ট্রের প্রকাশিত মোস্ট ওয়ানটেড ইরাকি কর্মকর্তাদের তালিকায় তার নাম ৪ নম্বরে ছিলো। পরবর্তী সময়ে বিচারের সম্মুখীন করে তাকে ২০১০ সালে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। সাদ্দাম জামানায় ইরাকের বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন পীড়ন, নির্যাতন এবং বেআইনী আটকাদেশ দেওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া ও সংখ্যালঘু কুর্দিরা অভিযোগ করে থাকে, সাদ্দাম হোসেনের শাসনামলে হাজার হাজার শিয়া ও কুর্দি সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়।

ইরাকের বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র হায়দার আল সাদি জানান, আবেদ হামাদের মৃত্যুদণ্ড বৃহস্পতিবার বিকেলে কার্যকর করা হয়। হামাদের পাশাপাশি সাদ্দাম হোসেনের সাবেক সহযোগীদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী তারিক আজিজ এবং সাবেক গোয়েন্দা কর্মকর্তা সাদ শাকিরকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তারা বর্তমানে কারাগারে আটক আছেন।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, জুন ০৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।