ঢাকা : ইন্দোনেশিয়ার সালাক পর্বতে বিধ্বস্ত হওয়া রুশ বিমানটির ‘ব্লাকবক্স’ খুঁজে পেয়েছে অনুসন্ধানী দল। মঙ্গলবার সালাক পর্বতের একটি খাড়া উপত্যকা থেকে বিধ্বস্ত সুখোই সুপারজেট-১০০ বিমানটির রেকর্ডার বাক্সটি খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা।
রাশিয়ার সুখোই সুপারজেট ১০০ নামের এই অত্যাধুনিক যাত্রীবাহী বিমানটি গত ৯ মে রাজধানী জাকার্তার একটি বিমান বন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার শিকার হয়। বিমানটিকে পরবর্তীতে দুর্গম সালাক পর্বতে বিধ্বস্ত অবস্থায় খুঁজে পাওয়া যায়। কিন্তু বিমানটির দুর্ঘটনায় পতিত হওয়ার কারণ সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা সম্ভব হয়নি।
তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ জানতে বছরখানেক সময় লেগে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেছিলো ইন্দোনেশীয় কর্তৃপক্ষ। কিন্তু ব্লাক বক্সটি খুঁজে পাওয়ায় নতুন করে আশান্বিত হয়ে উঠেছেন তারা।
সাধারণত বিমানের সুরক্ষিত ব্লাক বক্সের রেকর্ডারে বিমানের সর্বশেষ কথোপকথন ছাড়াও ফ্লাইট সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যের রেকর্ড থাকার কথা। ফলে বিমানটির ধ্বংসের কারণ সম্পর্কে অনেক প্রয়োজনীয় তথ্য এ রেকর্ডার থেকে পাওয়া যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘন্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর