ঢাকা: আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে অবশেষে আমন্ত্রণ পেলেন পাকিস্তানি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনার উদ্দেশ্যেই মূলত এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
পাকিস্তানের সংঘাত কবলিত প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণে পাকিস্তানের একটি বড় ভূমিকার কথা স্বীকার করেছে ন্যাটোও।
গত বছর ন্যাটোর বিমান হামলায় পাক-আফগান সীমান্তে ২৪ পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর থেকেই নিজ ভূখ- দিয়ে আফগানিস্তানে ন্যাটোর সব সরবরাহের উপর নিষেধাজ্ঞা আরোপ করে পাকিস্তান। ন্যাটোর সাথে পাকিস্তানের সম্পর্কের মারাত্মক অবনতিও ঘটে এর পর থেকে।
এছাড়া এ ঘটনায় যুক্তরাষ্ট্র ক্ষমা না চাওয়ায় পাক-মার্কিন সম্পর্কেরও অবনতি ঘটে। ফলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ন্যাটো সম্মেলনে পাকিস্তানের যোগদান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
সম্মেলনে পাকিস্তানের যোগদানের সিদ্ধান্তের ফলে পর্যবেক্ষরা মনে করছেন ন্যাটোর ওপর আরোপিত এতদিনের নিষেধাজ্ঞা অবশেষে তুলে নিতে যাচ্ছে পাকিস্তান।
বিশ্লেষকদের ধারণা, আগামী মাসে পাকিস্তান নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছে। ঘাটতির সম্মুখীন হওয়ায় নতুন এই বাজেট বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সাহায্য পাকিস্তানের জন্য জরুরী। এর প্রেক্ষিতেই যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কন্নোয়নের স্বার্থে পাকিস্তান এমন সিদ্ধান্ত নেয় বলে বিশ্লেষকরা ধারণা করছেন।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর