ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আদালতে বক্তব্য উপস্থাপনের সুযোগ পাচ্ছেন চার্লস টেইলর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, মে ১৬, ২০১২
আদালতে বক্তব্য উপস্থাপনের সুযোগ পাচ্ছেন চার্লস টেইলর

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলর আদালতে শেষবারের মত বক্তব্য রাখার সুযোগ পাচ্ছেন। যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় আফ্রিকার কুখ্যাত এই যুদ্ধবাজ নেতার ৮০ বছরের সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তার বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন সময়ে ধর্ষন,হত্যাসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের ১১টি অভিযোগ ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে।

চূড়ান্ত রায় চলতি মে মাসের শেষ নাগাদ ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। রায় ঘোষণার প্রাক্কালে আদালতে বক্তব্য রাখার অনুমতি পাওয়াকে চার্লস টেইলরের আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনে সংঘটিত গৃহযুদ্ধের সময় সরকারবিরোধী বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করে প্রত্যক্ষ মদদ যোগান চার্লস টেলর। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও শিশুদের জোরপূর্বক যোদ্ধা হিসেবে ব্যবহার এবং মানুষের শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক আদালতে। তবে টেইলর নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করছেন।

অপরাধ প্রমাণিত হওয়ায় ৬৪ বছর বয়স্ক টেলরের ৮০ বছরের সাজা দাবি করছেন বাদি পক্ষের কৌসূলিরা। আগামী ৩০ মে এই রায় ঘোষণা করা হতে পারে। তবে সাজার এই মেয়াদকে মাত্রাতিরিক্ত বলে মন্তব্য করেছেন টেলরের আইনজীবীরা।

বিবাদিদের বিশ্বাস, টেলরের বিরুদ্ধে পশ্চিমা এবং আফ্রিকার কতিপয় নেতার ষড়যন্ত্রের ফলেই টেলরকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।