ঢাকা: আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেইলর আদালতে শেষবারের মত বক্তব্য রাখার সুযোগ পাচ্ছেন। যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত হওয়ায় আফ্রিকার কুখ্যাত এই যুদ্ধবাজ নেতার ৮০ বছরের সাজা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চূড়ান্ত রায় চলতি মে মাসের শেষ নাগাদ ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। রায় ঘোষণার প্রাক্কালে আদালতে বক্তব্য রাখার অনুমতি পাওয়াকে চার্লস টেইলরের আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনে সংঘটিত গৃহযুদ্ধের সময় সরকারবিরোধী বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করে প্রত্যক্ষ মদদ যোগান চার্লস টেলর। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও শিশুদের জোরপূর্বক যোদ্ধা হিসেবে ব্যবহার এবং মানুষের শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হয়েছে আন্তর্জাতিক আদালতে। তবে টেইলর নিজেকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করছেন।
অপরাধ প্রমাণিত হওয়ায় ৬৪ বছর বয়স্ক টেলরের ৮০ বছরের সাজা দাবি করছেন বাদি পক্ষের কৌসূলিরা। আগামী ৩০ মে এই রায় ঘোষণা করা হতে পারে। তবে সাজার এই মেয়াদকে মাত্রাতিরিক্ত বলে মন্তব্য করেছেন টেলরের আইনজীবীরা।
বিবাদিদের বিশ্বাস, টেলরের বিরুদ্ধে পশ্চিমা এবং আফ্রিকার কতিপয় নেতার ষড়যন্ত্রের ফলেই টেলরকে এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর