ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সমুদ্র বিরোধ নিয়ে চীন-জাপান বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, মে ১৬, ২০১২

ঢাকা: পূর্ব চীন সাগরে সীমানা বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বুধবার বৈঠকে বসেছে চীন ও জাপান। চীনের হাংঝু শহরে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং সমুদ্র বিষয়ক বিভাগের কর্মকর্তারা অংশ নিয়েছেন।



আশা করা হচ্ছে, সমুদ্রে জনবসতিহীন দ্বীপগুলোর মালিকানা নিয়ে চলমান বিরোধ নিষ্পত্তির বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে।

নানা কারণে চীন ও জাপানের মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে। এর মধ্যে আবার পূর্ব চীন সাগরে গ্যাস ক্ষেত্র এবং কয়েকটি দ্বীপের মালিকানা নিয়ে বিরোধ এ দ্বন্দ্বকে মাঝে মাঝে উসকে দেয়।

বুধবারের বৈঠকের ব্যাপারে একদিন আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সমুদ্র বিরোধ বিষয়ে উচ্চ পর্যায়ের একটি পরামর্শ কৌশল নির্ধারণের ব্যাপারে চীন ও জাপান গত বছরের ডিসেম্বরে একমত হয়েছে। হাংঝুতে অনুষ্ঠিত বৈঠকে এ ইস্যুতে কোনো বিধি নিষেধ আরোপ করা হবে না বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১০ সাল চীন ও জাপানের সম্পর্ক সবচে খারাপের দিকে যায়। সে সময় বিরোধপূর্ণ দিওয়ু (চীনা নাম) বা সেনকাকু (জাপানি নাম) দ্বীপপুঞ্জের কাছে এক চীনা ক্যাপ্টেন জাপানি কোস্টগার্ড নৌকার ওপর ট্রলার তুলে দিলে তাকে আটক করে জাপানি কর্তৃপক্ষ। পরে অবশ্য কূটনৈতিক তৎপরতায় সমস্যাটির সমাধান হয়।

এদিকে সমুদ্র বিরোধ নিয়ে চীন-জাপান এমন সময় বৈঠকে বসল যখন চীনের স্বাধীনতাকামী উইঘুর মুসলিমদের সংগঠন ওয়ার্ল্ড উইঘুর কংগ্রেস টোকিওতে সোমবার পাঁচ দিনব্যাপী সম্মেলন শুরু করেছে। সম্মেলনের যোগদানকারী নির্বাসিত উইঘুর নেতা রেবিয়া কাদিরকে ভিসা দেওয়ায় জাপানের সমালোচনা করেছে চীন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।