ঢাকা: কান চলচ্চিত্র উৎসবে এবারও স্থান পাননি কোন নারী চলচ্চিত্র পরিচালক। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ফরাসি সংবাদপত্র লা মঁদে খোলা চিঠি লিখেছেন বিশ্বের খ্যাতনামা নারী চলচ্চিত্র পরিচালকগণ।
নারী পরিচালকের চলচ্চিত্র হলেও গুণগত মান সম্পন্নহীন কোনো চলচ্চিত্রকে মনোনয়ন না দিতে সংশ্লিষ্ট বিচারকদের প্রতি অনুরোধ জানিয়েছেন কান উৎসবের পরিচালক থিয়েরে ফ্রিমক্স।
প্রসঙ্গত, ১৯৯৩ সালের পর থেকে এ পর্যন্ত কান চলচ্চিত্র উৎসবে একজন নারী পরিচালকের ছবিও মনোনয়ন পায়নি।
এবারের উৎসবে মোট ২২টি ছবি মনোনয়ন পেয়েছে। মার্কিন পরিচালক ওয়েজ অ্যান্ডারসনের মুনরাইজ কিংডম ছবিটি দিয়ে উৎসবের চলচ্চিত্র প্রদর্শনী শুরু হবে। ছবির তারকাদের মধ্যে রয়েছেন বিল মুরে, এডওয়ার্ড নরটন, ব্রুস উইলিস এবং টিল্ডা সুইনটন।
কান উৎসবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অবস্থানে থাকা অন্যান্য বিখ্যাত ছবিগুলির মধ্যে আছে দি পেপার বয়, টুইলাইট, কসমোপলিস, অন দি রোড।
হলিউড তারকা ব্রাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলিকে এবারের উৎসবে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘন্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর