ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নতুন ব্যাংক আইন করতে সম্মত ইইউ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৪, মে ১৬, ২০১২
নতুন ব্যাংক আইন করতে সম্মত ইইউ

ঢাকা: ব্যাংকগুলোর অর্থনৈতিক নিরাপত্তা বাড়ানো এবং ভবিষ্যতে যে কোনো ধরনের সহায়তার প্রয়োজনীয়তা এড়ানোর জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নতুন ব্যাংক আইন করতে সম্মত হয়েছে।

এ আইন কার্যকর হলে ইইউ’র ব্যাংকগুলোকে নিরাপদ পুঁজি বা আমানতের পরিমাণ বাড়াতে হবে।

বিস্তৃত আকারে বিবেচনায়, এভাবে ব্যাংকগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার এ প্রচেষ্টায় ঐকমত্যে পৌঁছেছে ইউরোপের ২৭ জাতি সংগঠন ইইউ।

নতুন আইন বলে যুক্তরাজ্য এবং ইইউ সদস্যভুক্ত কোনো দেশকে পুঁজি সংরক্ষণের ব্যাপারে কঠোরতা আরোপ করার ক্ষমতা পাবে।

নতুন এ খসড়া আইন খুব শিগগির ইউরোপিয়ান পার্লামেন্টে যাবে। আগামী জুনেই আইনের বিধিগুলো কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের এ নতুন উদ্যোগ এবং ঐকমত্যটি এল যখন স্পেন এবং ইতালিতে নতুন করে অর্থসহায়তার প্রয়োজীনতা এবং গ্রিসের ইইউ থেকে বাদ পড়ার আশঙ্কা থেকে একক মুদ্রা ইউরোর ভাগ্য অনেকটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে।

এ ব্যাপারে ইইউ ইন্টারনাল মার্কেট কমিশনার মিশেল বারনিয়ের বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো- ইইউ ব্যাংকিং সেক্টরকে উদ্ধার। যেখানে ব্যাংকই অর্থনৈতিক কর্মকাণ্ড এবং প্রবৃদ্ধিতে অর্থ সরবরাহ করছে। ’

ইইউ সূত্রে জানা গেছে, নতুন আইন কার্যকর হলে ব্যাংকগুলোকে শতকরা হিসাবে বর্তমানের প্রায় দ্বিগুণ পরিমাণ পুঁজি সংরক্ষণ করতে হবে।

এছাড়া এর মধ্যে পুঁজির ভারসাম্য রক্ষার জন্য নতুন দু’টি বিধি আনা হবে যার মধ্যে অতিরিক্ত ঋণ প্রদান না করার ব্যাপারেও বিধান থাকবে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।