ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কলম্বিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে বোমা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪১, মে ১৬, ২০১২
কলম্বিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে বোমা, নিহত ২

ঢাকা: কলম্বিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। মঙ্গলবার রাজধানী বোগোটায় চালানো হামলায় মন্ত্রী প্রাণে বেঁেচ গেলেও তার গাড়ি চালক ও এক পুলিস কর্মকর্তা নিহত হয়েছেন।



এদিকে এই বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস। তিনি বলেন,‘আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। কিন্তু এই হামলা সরকারকে তার লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। আমরা সঠিক পথেই থাকবো এবং খুব শীগগিরই তদন্ত করে এর জন্য দায়ীদের খুঁেজ বের করা হবে। ’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ফারনানদো লনডোনোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় তার গাড়ি চালক ও তার ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তা নিহত হন। লাতিন আমেরিকার সংঘাত বিক্ষুদ্ধ এই দেশটি দীর্ঘদিন ধরেই বামপন্থি গেরিলা, ডানপন্থি সশস্ত্র মিলিশিয়া গ্রুপ এবং মাদক অপরাধী চক্রের বিরুদ্ধে সংগ্রাম করছে।

বোমাটিকে সাবেক এই মন্ত্রীর গাড়ির ওপরে লাগানো ছিলো। ডানপন্থি রাজনীতিক লনডোনো নিয়মিত রেডিওতে রাজনৈতিক টক শোতে অংশ নেন। এর পাশাপাশি তিনি পত্রিকায় কলাম লেখেন বলেও জানা গেছে। পত্রিকার লেখনীতে এবং রেডিওর টকশোতে তিনি ফার্কের তীব্র সমালোচনার পাশাপাশি বর্তমান প্রেসিডেন্টের কাজকর্মেরও প্রশংসা করতেন।
 
বোমাটি বিস্ফোরিত হওয়ার সময় তার ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন। হামলায় মন্ত্রী আহত হলেও তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত  বলে জানা গেছে। লনডোনো সাবেক প্রেসিডেন্ট উরাইবের শাসনামলে ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত কলম্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। উরাইবের আট বছরের শাসনামলে কলম্বিয়ার সেনাবাহিনী ফার্কসহ অন্যান্য গেরিলা গোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করে।

বাংলাদেশ সময়:১৭৫২ ঘণ্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।