ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইতালির শিক্ষা ব্যবস্থায় ইংরেজির প্রবেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, মে ১৬, ২০১২
ইতালির শিক্ষা ব্যবস্থায় ইংরেজির প্রবেশ

ঢাকা: বিশ্বায়নের এই যুগে ইংরেজি ভাষার প্রভাব এবং প্রয়োজনীতা দিন দিন যে বাড়ছে তার সর্বসাম্প্রতিক উদাহরণ ইতালি।

ইতালির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় পলিতেকনিকো দি মিলানো স্থানীয় শিক্ষার্থীদের এতোদিন মাতৃভাষাতেই পাঠদান করত।

বিশ্বায়নের জোয়ারে তাল মেলাতে এবার পাঠদানের ভাষাতেও ইংরেজি ঢুকানোর পরিকল্পনা নিয়েছে তারা। ২০১৪ সাল থেকে প্রতিষ্ঠানটির সব স্নাতক কোর্সসহ বেশিরভাগ কোর্সের পাঠদান, পরীক্ষা ও মূল্যায়নে ইংরেজি ভাষা ব্যবহার করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উচ্চশিক্ষায় এখন ইংরেজির ব্যবহার ব্যাপক বিস্তৃত। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মনে করে, এখনো ইতালীয় ভাষায় পাঠদান করা হলে বিশ্বের চলমান স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকি আছে এবং আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের রেক্টর জিওভান্নি আজ্জোন এ ব্যাপারে বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমাদের ক্লাসগুলো হওয়া উচিৎ আন্তর্জাতিক মানের। আর এর একমাত্র উপায় ইংরেজি ভাষা ব্যবহার করা। ’

প্রসঙ্গত, এক সময়ের আন্তর্জাতিক ভাষা লাতিনের আতুরঘর এই ইতালি। কিন্তু ইতালি যখন ইংরেজি ভাষার দিকে ঝুঁকছে তখন শেষ পর্যন্ত লাতিনের শেষ আশ্রয়টুকুও আর রইল না এমন আশঙ্কায়ই করছেন অনেকে।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘন্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।