ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ন্যাটোর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে: ‍গিলানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, মে ১৬, ২০১২
যুক্তরাষ্ট্র-ন্যাটোর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে: ‍গিলানি

ঢাকা: দেশের কৌশলগত স্বার্থ বিবেচনায় রেখেই সরকার সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে বলে জনগণকে আশ্বস্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। সেই সঙ্গে আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ রুট আবার চালু করার ব্যাপারেও সরকার দেশের স্বার্থ মাথায় রাখবে বলে জানিয়েছেন তিনি।



ছয় মাস আগে ন্যাটোর রসদ সরবরাহ রুট বন্ধ করে দেওয়ায় আগামী ২০-২১ মে অনুষ্ঠেয় ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে পাকিস্তান বাদ পড়ার আশঙ্কা দেখা দিয়েছিল।

বুধবার রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ বৈঠকে গিলানি আরো বলেন, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সঙ্গে দেশের সম্পর্ক এখন একটা সঙ্কটকাল অতিক্রম করছে। তবে সরকার তার নীতিগত অবস্থানের সঙ্গে কোনো দর কষাকষিতে যাবে না এবং সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাড়াহুড়াও করবে না। শুধু আবেগের বশে কোনো অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

গত বছরের ২৬ নভেম্বর সালালা তল্লাশি চৌকিতে মার্কিন বিমান হামলায় ২৪ সেনা নিহত হলে আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ পথ বন্ধ করে দেয় পাকিস্তান।

গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ প্রতিরক্ষা কমিটির সঙ্গে বৈঠক করেন গিলানি। এ বৈঠকে দীর্ঘ ছয় মাস ন্যাটোর রসদ সরবরাহ রুট বন্ধ রাখার পর আবার খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত হয়। আর এর ফলে শিকাগোতে অনুষ্ঠেয় ন্যাটোর সম্মেলনে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির যোগ দেওয়ার পথও খুলে যায়।

মঙ্গলবারই ন্যাটোর মহাসচিব জেনারেল অ্যান্ডারস ফগ রাসমুসেন জারদারিকে ফোন করে সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।