ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

দ. সুদানের অর্ধেক মানুষ খাদ্যসঙ্কটে পড়বে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, মে ১৬, ২০১২
দ. সুদানের অর্ধেক মানুষ খাদ্যসঙ্কটে পড়বে: জাতিসংঘ

ঢাকা: জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, সুদানের সঙ্গে অব্যহত সংঘাতের দরুণ চলতি বছরেই দক্ষিণ সুদানের অর্ধেকেরও বেশি মানুষ খাদ্য সঙ্কটে পড়তে যাচ্ছে।

জাতিসংঘ বলেছে, সীমান্তে সংঘাত এবং তেল উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার কারণে দক্ষিণের অর্থনীতির ওপর বিপর্যয়কর প্রভাব পড়েছে।

গত বছরের জুলাইতে স্বাধীনতা পাওয়া দেশটির অবস্থা দিনে দিনে আরো খারাপের দিকে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে তারা।

এর আগে দক্ষিণ সুদানের ৪৭ লাখ মানুষ খাদ্য সঙ্কটে পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। যেখানে ২০০৮ সালের আদমশুমারি অনুযায়ী দেশটির জনসংখ্যা ৮২ লাখ ৬০ হাজার ৪শ’ ৯০ জন।

তবে জাতিসংঘের কোঅরডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওচা) সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, বিভিন্ন সমস্যার জটিল সমন্বয়ে দক্ষিণ সুদানের লোকজন দুস্থ হয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। এসব সমস্যার মধ্যে অন্যতম হলো- সীমান্তে দুই সুদানের সংঘাত, জংলেই প্রদেশে সাম্প্রদায়িক সহিংসতা এবং খার্তুমের সঙ্গে ট্রানজিট ফি নিয়ে বিরোধের জেরে তেল উৎপাদন বন্ধ হয়ে যাওয়া।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিএফপি) বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলতি বছরের প্রথম চার মাসে দক্ষিণ সুদানে খাদ্যসঙ্কট উত্তরোত্তর বেড়েছে। কমপক্ষে ১০ লাখ মানুষ এ বছর খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগবে। আরো ৩৭ লাখ মানুষ যারা সীমান্ত এলাকায় বাস করে তাদের অবস্থাও শোচনীয় হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ১৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।