ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে দু’টি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ৪ পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৩, মে ১৭, ২০১২
পাকিস্তানে দু’টি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ৪ পাইলট নিহত

ঢাকা : পাকিস্তানে বিমান বাহিনীর দু’টি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদের উত্তর পশ্চিমাঞ্চলের নওশেরার আকাশে বিমান দু’টির মধ্যে সংঘর্ষ ঘটলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বিমান দু’টির আরোহী চার পাইলটই নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গত সাত মাসে এ নিয়ে পাকিস্তান বিমান বাহিনীতে ষষ্ঠ এবং বর্তমান সপ্তাহে দ্বিতীয়বারের মত বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটলো। উপর্যুপরি এই দুর্ঘটনায় দেশটির বিমান বাহিনীর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষন ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার শিকার বিমান দু’টি পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত মুশাশাক বিমান। মধ্যাকাশে সংঘর্ষের পর দুই আসন বিশিষ্ট প্রশিক্ষণ বিমান দু’টির একটি নওশেরার রাশকাইয়ের একটি আবাসিক ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে এক বালিকা ও বৃদ্ধ আহত হন বলে জানা গেছে। অপর বিমানটি বিধ্বস্ত হয় একটি মাঠের মধ্যে।

দুর্ঘটনাস্থল রাজধানী ইসলামাবাদ থেকে ১’শ মাইল উত্তর পশ্চিমে অবস্থিত। নওশেরার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হোসেইন জানান , ‘মধ্যাকাশে এই সংঘর্ষ ঘটে। বিমান দু’টির চার আরোহীর মধ্যে দুইজন প্রশিক্ষণার্থী পাইলট এবং অপর দুই জন তাদের প্রশিক্ষক’।

গত শুক্রবারও বিমান বাহিনীর একটি ফাইটার জেট দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর সোনমিয়ানির অদূরে বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্ত হওয়ার আগেই বিমানের পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।

পাকিস্তান বিমান বাহিনীর অধিকাংশ বিমানই চীন নির্মিত এফ-৭ ও এ-৫ প্রযুক্তির জঙ্গি বিমান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নির্মিত কিছু এফ-১৬ ও ফ্রান্সের নির্মিত মিরেজ জঙ্গিবিমানও আছে তাদের বিমান বহরে। সম্প্রতি তাদের বাহিনীতে চীন ও পাকিস্তান যৌথভাবে নির্মিত বেশ কিছু মাঝারি প্রযুক্তির আধুনিক জেএফ-১৭ জঙ্গি বিমান অন্তভূর্ক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।