ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘অযোগ্য ঘোষণা’ হলে দলের নেতৃত্ব দেবেন মাহমুদ কোরেশি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, মে ২৮, ২০২৩
‘অযোগ্য ঘোষণা’ হলে দলের নেতৃত্ব দেবেন মাহমুদ কোরেশি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, আদালত তাকে ‘অযোগ্য ঘোষণা’ করলে দলের নেতৃত্ব দেবেন ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশি।

শনিবার (২৭ মে) লাহোরে জামান খান পার্কের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইমরান খান এ তথ্য জানান।

তিনি বলেন, ‘যদি আমি অযোগ্য ঘোষিত হই, তাহলে দল চালাবে কোরেশি। ’

গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। গত ৯ মে আদালত চত্বর থেকে আধাসামরিক বাহিনী রেঞ্জার্স তাকে গ্রেফতার করে। এরপর দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভের পর ইমরান খানকে চেপে ধরেছে স্টাবলিশমেন্ট তথা সেনাবাহিনী।

ইমরান খানের নামে শতাধিক মামলা হয়েছে। অন্যদিকে পিটিআই-এর কয়েক ডজন জ্যেষ্ঠ নেতা দলত্যাগ করেছেন। গ্রেফতার করা হয়েছে কয়েক হাজার নেতাকর্মীকে। গুঞ্জন উঠেছে ইমরানের পার্টিকে নিষিদ্ধ করা হবে। এরইমধ্যে ইমরান খান এ ঘোষণা দিলেন।

৯ মে ইস্যুতে দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কোরেশিকে গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে তিনি ছাড়া পেয়েছেন।

কোরেশি ইমরান খান সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কারাগার থেকে বের হওয়ার পর দলের অন্যান্য নেতাদের মতো ইমরান খানকে ছাড়তে চাননি কোরেশি। তিনি বলেছেন, তিনি দলের সঙ্গে থাকবেন।

সূত্র: জিও

বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।