ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তথ্যযুদ্ধে হেরে যাচ্ছে দামেস্ক: আসাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, মে ১৭, ২০১২
তথ্যযুদ্ধে হেরে যাচ্ছে দামেস্ক: আসাদ

ঢাকা: সিরিয়ার চলমান পরিস্থিতিকে পশ্চিমা গণমাধ্যম অতিরঞ্জিত করে পরিবেশন করছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তিনি বলেছেন, সিরিয়া পশ্চিমের বিরুদ্ধে তথ্যযুদ্ধে হেরে যাচ্ছে।

তবে দেশজুড়ে চলমান সহিংসতার কথা স্বীকার করেছেন তিনি।

সম্প্রতি রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে এসব কথা বলেন প্রেসিডেন্ট আসাদ।

তিনি বলেন, ‘সঙ্কটের শুরু থেকেই তারা (পশ্চিমা) আমাদের হারিয়ে দিয়েছে, নানা গল্প বানিয়েছে। ’ গত সপ্তাহের নির্বাচনের ফলাফলই প্রমাণ করে সিরিয়ার জনগণ মন্ত্রিপরিষদে রদবদলের উদ্যোগ সমর্থন করে বলে দাবি করেন আসাদ।

এদিকে বিরোধীদের ওপর নির্যাতন করা হচ্ছে এমন দাবি করে এর বিস্তারিত প্রতিবেদন দাবি করেছে জাতিসংঘ। কিন্তু দামেস্ক তা প্রত্যাখ্যান করেছে। উল্টো আসাদ সরকারের দাবি, জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা বিরোধীদের দ্বারা সংঘটিত সহিংসতার সঠিক তদন্ত করতে ব্যর্থ হয়েছে।

১৫ মাস আগে সিরিয়াতে শুরু হওয়া অস্থির পরিস্থিতির মধ্যে বিরোধী নিপীড়নের ব্যাপারে সিরিয়া সহযোগিতা করতে অস্বীকৃতি জানালেও সুইজারল্যান্ডে জাতিসংঘ কমিটি সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছে বলে জানা গেছে।

বর্তমানে ২১২ জন নিরস্ত্র সামরিক পর্যবেক্ষক এবং ৬৮ জন বেসামরিক কর্মকর্তা জাতিসংঘের পর্যবেক্ষণ মিশনে সিরিয়ায় অবস্থান করছে। জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের বিশেষ দূত কফি আনানের মধ্যস্থতায় সিরিয়া সরকারের প্রতিশ্রুত যুদ্ধবিরতি সঠিকভাবে মানা হচ্ছে কি না এ পর্যবেক্ষক দল তা যাচাই করছেন।

তবে এর মধ্যেও সিরিয়াতে সহিংসতা থেমে নেই।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।