ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী হামলা, নিহত সাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৫, মে ১৭, ২০১২
আফগানিস্তানে আত্মঘাতী হামলা, নিহত সাত

ঢাকা : আফগানিস্তানে পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশে এক আত্মঘাতী তালেবান হামলায় ছয় পুলিসসহ নিহত হয়েছেন কমপক্ষে সাতজন। প্রাদেশিক গভর্নর অফিসে বৃহস্পতিবার পরিচালিত এ হামলায় এসময় অপর তেরো জন আহত হন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের দিকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসময় নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে চার হামলাকারীও নিহত হয়েছে বলে দাবি করে তারা। গর্ভনরের এক মুখপাত্র জানান লড়াইয়ের সময় এক হামলাকারী গভর্নর কম্পাউন্ডের দরজায় নিজেকে বোমার সাহায্যে উড়িয়ে দেয়। অপর তিন জনকেও ঘণ্টাব্যাপী বন্দুক যুদ্ধের পর হত্যা করা হয় বলে জানান তিনি।

আফগানিস্তানের প্রাদেশিক গভর্নর অফিসগুলো প্রায়শই তালেবান হামলার শিকার হয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ফারাহ প্রদেশ ইরান সীমান্তে অবস্থিত।

হামলাকারীরা রকেটচালিত গ্রেনেড, হ্যান্ড গ্রেনেড ও অ্যাসল্ট রাইফেল নিয়ে গভর্নর কম্পাউন্ডে ঢুকে পড়ে বলে জানায় স্থানীয় পুলিশ। ফারাহ প্রদেশের ডেপুটি গভর্নর ইউনুস রাসুলিও এই হামলায় আহত হন। তিনি জানান হামলাকারীরা পুলিশের পোশাকে কম্পাউন্ডে প্রবেশ করে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আহত ১৩ জনের মধ্যে ৫জন বেসামরিক ব্যক্তি। তাদের মধ্যে দুই নারী ও এক বছর বয়সের একটি শিশুও আছে বলে জানা গেছে।

গত মাসেও দুই আত্মঘাতী তালেবান যোদ্ধা কান্দাহারের গর্ভনর কম্পাউন্ডে ঢুকে হামলা চালায়। প্রায় ঘণ্টাব্যাপী বন্দুক যুদ্ধের পর দুইজনকে হত্যা করতে সমর্থ হয় নিরাপত্তা বাহিনী।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।