ঢাকা, বুধবার, ১ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মন্ত্রিসভা চূড়ান্ত করলেন নবনিযুক্ত ফরাসি প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, মে ১৭, ২০১২
মন্ত্রিসভা চূড়ান্ত করলেন নবনিযুক্ত ফরাসি প্রধানমন্ত্রী

ঢাকা : ফ্রান্সের নবনিযুক্ত প্রধানমন্ত্রী জঁ মার্ক আইরাউল বুধবার দিনের শেষে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে ফ্রাঁসোয়া ওলাঁদের শপথ নেওয়ার একদিন পর এই ক্যাবিনেট চূড়ান্ত করা হলো।

শপথ নেওয়ার অল্পসময় পরই আইরাউলকে নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন ওলাঁদ।

মন্ত্রিসভায় নতুন প্রেসিডেন্ট ওলাঁদের বিশ্বস্ত সহযোগীরাই স্থান পেয়েছেন। তবে এই মন্ত্রিসভার উল্লেখ্যযোগ্য দিক হলো সোস্যালিস্ট পার্টির প্রধান মারতাঁ আবরির অংশ না নেওয়া। তিনি মন্ত্রিসভায় যোগদান করবেন না বলে জানিয়েছেন। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে ক্যাবিনেটে প্রধানমন্ত্রীর পদ না পেলে তার মন্ত্রীসভায় অংশগ্রহণ হবে অর্থহীন।

প্রেসিডেন্ট ওলাঁদের নির্বাচনী প্রচারণা দলের প্রধান পিয়েরে মোসকোভিসিকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ইউরো জোনের অর্থনৈতিক সঙ্কটের প্রেক্ষিতে তার নিয়োগকে তাৎপর্যপূণ হিসেবে দেখা হচ্ছে। অর্থনৈতিক সঙ্কট থেকে বেরিয়ে আসতে ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে ফ্রান্স। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী লঁরা ফাবিউকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার প্যারিসের মাতিনোঁ প্রাসাদে নবনিযুক্ত প্রধানমন্ত্রী আইরাউল তার পূর্বসুরী ফ্রাঁসোয়া ফিলোঁকে বিদায়ী সংবর্ধনা জানিয়ে তার থেকে দায়িত্ব বুঝে নেন।

সংবাদমাধ্যম জানায় মন্ত্রিসভা চূড়ান্তের আগে বুধবার দুপুরের পর তিনি প্রেসিডেন্ট ওলাঁদের সঙ্গে চার ঘণ্টা দীর্ঘ বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে সন্ধ্যার মধ্যেই মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে ওলাঁদ প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মন্ত্রিসভার অর্ধেক সদস্য হবে নারী। প্রতিশ্রুতি অনুযায়ী তার ৩৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভার ১৭টি পদে নারীদেরই নিয়োগ দেওয়া হয়েছে। তবে শীর্ষ পদগুলোতে নারীদের খুব কমই রাখা হয়েছে বলেও কেউ কেউ সমালোচনা করছেন। নারী মন্ত্রীদের প্রাপ্ত মন্ত্রণালয়গুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য হলো বিচার, সংস্কৃতি, পরিবেশ এবং ক্রীড়া।

নারীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য পদ পেয়েছে ক্রিস্তিয়ানে তোবিয়া। তাকে আইন ও বিচার মন্ত্রণালয়ের দায়্ত্বি দেওয়া হযেছে। তিনি ফ্রেঞ্চ গায়ানা থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য। পাঁচ বছর আগেও তাকে একবার মন্ত্রিসভায় আমন্ত্রণ জানান সাবেক প্রেসিডেন্ট সারকোজি, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন।

উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ পদগুলোর বেশিরভাগেই ওলাঁদের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহযোগীদের নিয়োগ দেওয়া  হয়েছে। জঁ ইভস লা দ্রায়াকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ওলাঁদের একজন বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত। এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মানুয়েল ভালস। এক সময় ফরাসি প্রধানমন্ত্রীর মুখপাত্র হিসেবে কাজ করতেন তিনি।

এছাড়া ৫১ বছর বয়স্ক দর্শনের সাবেক অধ্যাপক ভিসেঁত পিয়োঁকে শিক্ষা মন্ত্রনালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের আগে ওলাঁদের প্রতিশ্রুতি মোতাবেক আগামী ৫ বছরের মধ্যে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৬০ হাজার অতিরিক্ত শিক্ষকের পদ সৃষ্টি ও নিয়োগের ক্ষেত্র তদারকি করবেন তিনি।

এছাড়া ১০ বছর আগে ফ্রান্সের তৎকালীন সমাজবাদী জসপিন সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য মিশেল সাপাঁকে দেওয়া হয়েছে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব।

বাংলাদেশ সময়:১৫৩৯ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।