ঢাকা : মার্কিন রাজনীতিতে ঐতিহ্যবাহী কেনেডি পরিবারের সদস্যদের অস্বাভাবিক মৃত্যু যেনো ভাগ্যের লিখন। এ পরিবারের বেশিরভাগ সসদ্যের স্বাভাবিক মৃত্যু হয়নি।
বুধবার পারিবারিক আবাস্থলের পেছনে খামারবাড়ির মধ্যে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ এখনো মৃত্যুর কারণ জানায়নি। তবে গণমাধ্যমে খবর বেরিয়েছে মেরি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এর মধ্য দিয়ে আরো একটি অপমৃত্যু ঘটল কেনেডি পরিবারে। মাত্র তিন বছর আগে রবার্ট এফ কেনেডির ছোট চাচা টেড কেনেডি মস্কিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। ২০০৯ সালে এ করুণ মৃত্যুর ঘা শুকাতে না শুকাতেই এ পরিবারের আরেক সদস্যের অপমৃত্যুর সংবাদ পেল মার্কিরা।
রবার্ট এফ কেনেডি পেশায় আইনজীবী এবং রেডিও হোস্ট। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা এবং সিনেটর রবার্ট এফ কেনেডিটর ছেলে। ১৯৬০ এর দশকে প্রেসিডেন্ট জন এফ কেনেডি এবং রবার্ট এফ কেনেডি দু’জনেই গুপ্ত হত্যার শিকার হন।
১৯৪০ এর দশক থেকেই কঠিন রোগ আর দুর্ঘটনাজনিত মৃত্যুর পাশাপাশি রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়ে মারা গেছে যুক্তরাষ্ট্রের এই ঐতিহ্যবাহি রাজনৈতিক পরিবারের অনেক সদস্য।
মেরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার পরিবার। অবশ্য, মেরি ও রবার্ট কেনেডি জুনিয়রের ছাড়াছাড়ি হয়ে গেছে দু’বছর আগেই।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ১৭, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর